ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে প্রায় এক কোটি টাকার ইয়াবাসহ তিন মাদক বিত্রেতা গ্রেফতার

প্রকাশিত: ০০:৩৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

রাজধানীতে প্রায় এক কোটি টাকার ইয়াবাসহ তিন মাদক বিত্রেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পল্টন ও যাত্রাবাড়িতে ১৮ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক বিত্রেতাকে গ্রেফতার করেছে আইনশৃংলাবাহিনীর সদস্যরা। গ্রেফতারকৃতরা হচ্ছে, কামাল হোসেন (৩৪), আলমগীর (৩৬) ও রুনা (৩৮)। আইন শৃংখলাবাহিনীর সূত্র জানায়, জব্দকৃত ইয়াবাগুলো মূল্য প্রায় এক কোটি টাকা। শুক্রবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর) বিভাগের উপ-কমিশনার শেখ নাজমুল আলম জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পল্টন থানাধীন নামে বিজয়নগরের মাহতাব সেন্টারের সামনে ফুটপাত থেকে কামাল হোসেনকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা শপিং ব্যাগে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। গ্রেফতারকৃত কামাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় , সে তার এক সহযোগীর মাধ্যমে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা এনে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। এই ঘটনায় পল্টন থানায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ (শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত কামালকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এদিকে র্যাব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দীন ফারুকী জানান, বৃহস্পতিবার গভীররাতে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আঁখড়া এলাকায় আলমগীর ও রুনা নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত।
×