ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মহাদেবপুরে জেলা জামায়াতের সেক্রেটারিসহ গ্রেফতার ১২

প্রকাশিত: ২২:৫৮, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

মহাদেবপুরে জেলা জামায়াতের সেক্রেটারিসহ গ্রেফতার ১২

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় নওগাঁর মহাদেবপুরে নাশকতার পরিকল্পনার সময় নওগাঁ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এবং জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারিসহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোপান সূত্রে খবর পেয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে এক দল পুলিশ উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম ফারুকীর থানা পাড়াস্থ বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। শুক্রবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি মৌলানা মোঃ মহির উদ্দীন (৫৫), নওগাঁ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের সদস্য আবু সাদাত মুহাম্মদ সায়েম (৫০), নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির মোঃ মাহমুদুল হক (৫০), নওগাঁর চন্ডিপুর ইউনিয়ন জামায়াতের রোকন মোঃ রুবেল হোসেন (৩০), মান্দা উপজেলা জামায়াতের আমির মোঃ আমিনুল ইসলাম (৪৫), মান্দা উপজেলা জামায়াত সদস্য মোঃ কিবরিয়া হোসেন (৪০), আত্রাই উপজেলা জামায়াত সদস্য মোঃ ওসমান গনি (৪৫) ও মোঃ আমজাদ হোসেন (৩২), মহাদেবপুর উপজেলা জামায়াতের সদস্য মোহাম্মদ আলী (৪৮), উপজেলা জামায়াত সদস্য ও সফাপুর ইউপি মেম্বার মোঃ আইয়ুব আলী (৩৯), বদলগাছী উপজেলা জামায়াতের সদস্য মোঃ খায়রুল ইসলাম (৫২) ও মোঃ ওমর ফারুককে (৩৫) ওই বাসা থেকে নাশকতার পরিকল্পনার সময় গ্রেফতার করা হয়। ওসি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জামায়াত নেতারা জানায়, আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নাশকতার পরিকল্পনার জন্য তারা ওই বাসায় গোপন বৈঠকে মিলিত হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে এ অভিযানের সময় মহাদেবপুর উপজেলা জামায়াতের আমির মোঃ শহিদুল ইসলাম ফারুকী তার বাসা থেকে পালিয়ে যায় বলেও জানান তিনি। এ ব্যাপারে গ্রেফতারকৃত জামায়াত নেতাদের বিরুদ্ধে থানায় নাশকতা মামলা দায়ের হয়েছে।
×