ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গন্তব্য খুঁজে দেবে হেলমেট ॥ ভারতের নতুন প্রযুক্তি

প্রকাশিত: ২০:৫০, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

গন্তব্য খুঁজে দেবে হেলমেট ॥ ভারতের নতুন প্রযুক্তি

অনলাইন ডেস্ক ॥ এ বার হেলমেটই খুঁজে দেবে আপনার গন্তব্য। এমনই হেলমেট তৈরি করেছে এ দেশের দুই ইঞ্জিনিয়ারিং ছাত্র। হেলমেটের দামও বেশি নয়। আসুন জেনে নেওয়া যাক এই হেলমেটের খুঁটিনাটি। কর্নাটকের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের দুই ছাত্র যোগেশ এবং অভিজিৎ তৈরি করেছেন এই বিশেষ ধরনের হেলমেট। এই হেলমেটে রয়েছে একটি ইনবিল্ট ব্লু-টুথ স্পিকার। আপনার স্মার্টফোনের ব্লু-টুথের সঙ্গে এটিকে যুক্ত করে নিলেই মোবাইল থেকে জিপিএস-বার্তা পৌঁছে যাবে আপনার কানে। হেলমেটের এই ব্লু-টুথ স্পিকারটি একটানা ছ’ঘণ্টা কাজ করতে সক্ষম। তবে হেলমেটের ব্লু-টুথ ডিভাইসটি চার্জিং পোর্টের মাধ্যমে ফের চার্জ দিয়ে নেওয়া যাবে। হেলমেটটির সামনের কাচে লাগানো রয়েছে একটি বিশেষ ধরনের ‘কুলিং শিট’ যা বাইকারদের ‘নাইট ভিসন’-এর সুবিধা দিতে সক্ষম বলে দাবি যোগেশ ও অভিজিতের। সংবাদ সংস্থা এএনআই-কে এই দুই ইঞ্জিনিয়ারিং ছাত্র জানিয়েছেন, এই হেলমেটটির দাম মাত্র ১৫০০ টাকা। খুব শীঘ্রই এটি বাণিজ্যিক ভাবে বাজারে আনার কথা ভাবছে বলেও জানিয়েছেন তাঁরা। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×