ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেসির সঙ্গে আরেকটি চুক্তি চায় বার্সা

প্রকাশিত: ১৮:৫০, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

মেসির সঙ্গে আরেকটি চুক্তি চায় বার্সা

অনলাইন ডেস্ক ॥ সর্বশেষ চুক্তি নিয়ে অনেক নাটক হয়েছিল। বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসি চুক্তি করবেন না— এমন খবরও চাউর হয়েছিল। ২০১৮ সালের জুনে আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও মেসি চুক্তি না করায় গুঞ্জনটা বেশি চাউর হয়। দীর্ঘ অপেক্ষার পর গত বছরের নভেম্বরে কাতালানদের সঙ্গে নতুন করে চুক্তি করেন এ আর্জেন্টাইন। নতুন এই চুক্তিতে মেসির বাই আউট ক্লাজ ৭০ কোটি ইউরো। ২০২০-২০২১ মৌসুমে চুক্তি যখন শেষ হবে, পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের বয়স তখন হবে ৩৪। হয়তো সেই সময় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরও নিতে পারেন মেসি। তাই অবসর নেওয়ার আগে বার্সেলোনার সঙ্গে এ আর্জেন্টাইনের আরেকটি চুক্তির প্রত্যাশা করছেন কাতালান ক্লাব সভাপতি মারিয়ো বার্তোমেউ। তার ভাষায়, 'আমরা এমন একটি ক্লাব যারা ভালো ফুটবলে বাজি ধরে। আমাদের খেলার আলাদা একটা ধরন আছে এবং মেসি বিশ্বের সেরা খেলোয়াড়, আমাদের অন্যতম খেলোয়াড়। আন্দ্রেস ইনিয়েস্তা এক উদাহরণ। আমরা তাকে এখানে কেবল একজন খেলোয়াড় হিসেবে চাই না, ভবিষ্যতে একজন কিংবদন্তি হিসেবে চাই। মেসির ক্ষেত্রেও আমার একই রকম আশা। এখানে সে চার বছরের চুক্তি করেছে। কিন্তু আমি মনে করি না এ চুক্তিই শেষ।'
×