ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্রেন দুর্ঘটনার কবলে অর্থ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১৮:৩৮, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

ট্রেন দুর্ঘটনার কবলে অর্থ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক ॥ সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের বগি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাইনচ্যুত হয়েছে। ওই ট্রেনে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান ছিলেন বলে নিশ্চিত করেছেন জিআরপি সাতগাঁওয়ের ওসি এবি সিদ্দিক। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে শ্রীমঙ্গলের সাতগাঁও স্টেশনের অদূরে এই দুর্ঘটনা ঘটে। শ্রীমঙ্গল রেৃল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, ট্রেনটি ১২.৪০ মিনিটে শ্রীমঙ্গল স্টেশন ছেড়ে যায়। সাতগাঁও স্টেশনের আউট সিগন্যালের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল বলেন, ট্রেনটি লাইনচ্যুত হওয়ার তাৎক্ষণিকভাবে অর্থ প্রতিমন্ত্রীকে একটি প্রাইভেট গাড়িতে করে ঢাকায় পাঠানো হয়েছে। অর্থপ্রতিমন্ত্রীর বগি ও তার পরের বগিসহ দুটি বগি ছাড়া বাকিগুলো লাইনচ্যুত হয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দুর্ঘটনাস্থলে পুলিশের চারটি টিম মোতায়েন করা হয়েছে।
×