ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যৌন অসদাচরণের অভিযোগে ইউনিসেফ ছাড়লেন জাস্টিন ফর্সিদ

প্রকাশিত: ১৭:৫৮, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

যৌন অসদাচরণের অভিযোগে ইউনিসেফ ছাড়লেন জাস্টিন ফর্সিদ

অনলাইন ডেস্ক ॥ জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের উপনির্বাহী পরিচালক জাস্টিন ফর্সিদ বৃহস্পতিবার যৌন অসদাচরণের অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করেছেন। এর আগে সেফ দা চিলড্রেনের প্রধান নির্বাহী থাকাকালে তার বিরুদ্ধে নারী কর্মীদের সঙ্গে যৌন অসদাচরণের অভিযোগ ওঠে।-খবর এএফপি। তবে ইউনিসেফ জানিয়েছে, দুই বছর আগে তাকে নিয়োগ দেয়ার আগে তার বিরুদ্ধে যে অসদাচরণের অভিযোগ উঠেছিল, সে ব্যাপারে সংস্থাটি অসচেতন ছিল। সংস্থাটির মুখপাত্র নাজওয়া মিক্কি বলেন, এ বিষয়ে আমরা ক্ষমাপ্রার্থী। ব্রিটিশ দাতব্য সংস্থা সেভ দা চিলড্রেনের নির্বাহী কর্মকর্তার পদ ছাড়ার পর ২০১৬ সালে ইউনিসেফের উপনির্বাহী পরিচালক হিসেবে যোগ দেন। সেভ দা চিলড্রেনের তিন নারী কর্মী অভিযোগ করেন, জাস্টিন ফর্সিদ তাদের পোশাক নিয়ে মোবাইলে অশ্লীল বার্তা ও মন্তব্য বার্তা পাঠিয়েছিলেন। ফর্সিত ওই তিন নারীর কাছে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, আমি তখনই তাদের কাছে মুখোমুখি হয়ে ক্ষমা চেয়েছি। আবারও আমি ক্ষমাপ্রার্থী। আমার কারণে ইউনিসেফ ও সেভ দা চিলড্রেনের ক্ষতির আশঙ্কা আছে বলে আমি নিজের পদ থেকে সরি দাঁড়িয়েছি।
×