ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেহেরপুরে উত্তর পত্র সরবরাহের কারণে শিক্ষককে ১লক্ষ টাকা জরিমানা

প্রকাশিত: ০২:১৫, ২২ ফেব্রুয়ারি ২০১৮

মেহেরপুরে উত্তর পত্র সরবরাহের কারণে শিক্ষককে ১লক্ষ টাকা জরিমানা

সংবাদদাতা, মেহেরপুর ॥ মেহেরপুরের গাংনীতে মোবাইল ফোনের মাধ্যমে এসএসসি পরিক্ষার উত্তর পত্র সরবরাহের অভিযোগে জহুরুল ইসলাম নামের এক শিক্ষককে একলক্ষ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি দেলোয়ার হোসেন এ আদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত জহুরুল ইসলাম উপজেলার মিকুশী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও রুয়েরকান্দি গ্রামের আব্দুর রহিমের ছেলে। ভ্রাম্যমান আদালত সূত্র জানাগেছে,এসএসসি জুগিরঘোপা কেন্দ্রে শিক্ষক জহুরুল ইসলাম প্রশ্নের উত্তর পত্র মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন স্থানে ছড়িয়ে দিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে জহুরুল ইসলামকে আটক করা হয়। পরে তার ব্যবহৃত মোবাইল ফোন চেক করে ঘটনার সত্যতা পাওয়ায় তাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
×