ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সোস্যাল মিডিয়া ব্যবহার করে প্রতারণা চক্রের তিন সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০১:৫৬, ২২ ফেব্রুয়ারি ২০১৮

সোস্যাল মিডিয়া ব্যবহার করে প্রতারণা চক্রের তিন সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর হাজারীবাগ এলাকায় সংঘবদ্ধপ্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে, মোঃ কাউসার (২৮), মোঃ তোফায়েল ইসলাম টিটু (৩৯), রেজাউল ইসলাম (৪৯)। এ সময় তাদের কাছ থেকে গুলিভর্তি বিদেশি পিস্তল, নগদ প্রায় পৌনে ১০ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের ৩৩টি এটিএম কার্ড, ৮ টি চেক বহি ও ৫টি মোবাইল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে র্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি ফিরোজ জানান, বুধবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে হাজারীবাগের ঝিগাতলা এলাকার মধুবন মিষ্টান্ন ভান্ডারের সামনে অবস্থান নেয়। এ সময় প্রতারনার টাকা লেনদেনের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে ওই তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিন রাউন্ড বিদেশী একটি বিদেশী পিস্তল, নগদ ৯ লাখ ৬৭ হাজার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদ জানায়, তারা প্রতারনার মাধ্যমে র্দীঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ হতে প্রতারনার মাধ্যমে টাকা আত্মসাৎ করে আসছে। প্রতারনার ক্ষেত্রে তারা ফেসবুক, ভাইবার, হোয়াটসএ্যাপ, ইমো ইত্যাদি স্যোসাল মিডিয়ার মাধ্যমে প্রথমে টার্গেটকৃত ব্যক্তির কাছে নিজেদেরকে আফ্রিকান, আমেরিকান, ইংল্যান্ড, স্কটল্যান্ড অথবা ইউরোপের অন্যান্য দেশের নাগরিক হিসেবে পরিচয় দেয়। এক পর্যায়ে বন্ধুত্ব ও বিশ্বস্ততা অর্জন করার পর তাকে জানায় যে, তার নামে উপঢৌকন হিসেবে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে একটি পার্সেল পাঠানো হয়েছে। উক্ত পার্সেলটি কাস্টম্স ক্লিয়ারেন্স এর আনুষ্ঠানিকতা শেষে তাকে গ্রহণের জন্য অনুরোধ করে। বিদেশী মূল্যবান পার্সেল পাওয়ার প্রত্যাশায় প্রতারিতরা প্রতারকদের সহযোগি হিসেবে বাংলাদেশে থাকা প্রতারকদের দেয়া বিভিন্ন ব্যাংক একাউন্টে দেশের বিভিন্ন স্থান হতে টাকা প্রেরণ করে। এএসপি ফিরোজ জানান, গ্রেফতারকৃতরা পরষ্পর যোগসাজসের মাধ্যমে উক্ত টাকা হাতিয়ে নেয়। এছাড়াও উক্ত আসামীদের জিজ্ঞাসাবাদে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। এ ব্যারের হাজারীবাগ থানায় মামলা হয়েছে।বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।
×