ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জয়পুরহাটে প্রশ্ন ফাঁসের অভিযোগে ২শিক্ষার্থীর ২ বছর করে সাজা

প্রকাশিত: ০১:৫৫, ২২ ফেব্রুয়ারি ২০১৮

জয়পুরহাটে প্রশ্ন ফাঁসের অভিযোগে ২শিক্ষার্থীর  ২ বছর করে সাজা

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ জয়পুরহাটের পাঁচবিবি সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার এসএসসির রসায়ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আল-আমিন ও মিনহাজ প্রধান নামে দুই পরীক্ষার্থীর ভ্রাম্যমান আদালতে ২ বছর করে সাজা এবং এক মাদরাসা শিক্ষক ও এক শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ জানায়, মোবাইল ফোনের ম্যাসেঞ্জারের মাধ্যমে প্রশ্নপত্র পেয়ে পরীক্ষা দেওয়ার অপরাধে উপজেলার ধাপেরহাট মাদরাসার ওই দুই পরীক্ষার্থীকে দুই বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সাথে শিক্ষার্থীদের কাছে প্রশ্নপত্র বিক্রির অপরাধে দিনাজপুর জেলার হাকিমপুর আলিহাট মাদরাসার রসায়ন বিভাগের শিক্ষক হুমায়ুন কবির ও ওই মাদরাসার সাবেক শিক্ষর্থী নাঈম এর বিরুদ্ধে কেন্দ্র সচিব দেরোয়ার হোসেনকে বাদী হয়ে মামলার নির্দেশ দেওয়া হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলম।
×