ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অস্ত্রসহ নয় ডাকাতকে গ্রেফতার

প্রকাশিত: ০১:২২, ২২ ফেব্রুয়ারি ২০১৮

অস্ত্রসহ নয় ডাকাতকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মোহাম্মদপুর ও শেরে-বাংলা নগর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ নয় ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে, অবিদ (২১), ইমন (২০), বাবু (১৯), রুবেল (২০), সাইফুল ইসলাম (৩৬), ইমন (১৯), রেজাউল (২০), সুজন (২০) ও আরিফ হোসেন (৩১)। বৃহস্পতিবার দুপুরে র্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি ফিরোজ জানান, বুধবার রাতভর অভিযান চালিয়ে মোহাম্মপুরের বিক্রমপুর সুইটস এ্যান্ড বেকারি ও শেরে বাংলা নগর থানা এলাকার জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালের সামনে থেকে ডাকাত সন্দেহে ওই ৯জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, চারটি ধারালো অস্ত্র ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এএসপি ফিরোজ জানান, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদের গ্রেফতারকৃতরা জানান, তারা দিনের বেলায় ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় নগদ অর্থ, মোবাইল ফোন, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি মূল্যবান সামগ্রী ছিনতাই করে। রাতে দুই বা ততোধিক দল একত্র হয়ে বিভিন্ন ফ্ল্যাটে ও ফাঁকা বাড়িতে গ্রিল কেটে বা তালা ভেঙে প্রবেশ বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্নালংকার ডাকাতি করে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দুই থানায় মামলা হয়েছে।
×