ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ছাত্রদল নেতার গ্রেফতারে বিএনপি মহাসচিবের নিন্দা

প্রকাশিত: ০১:০১, ২২ ফেব্রুয়ারি ২০১৮

ছাত্রদল নেতার গ্রেফতারে বিএনপি মহাসচিবের নিন্দা

স্টাফ রিপোর্টার ॥ বুধবার ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন ভূঁইয়াকে গ্রেফফতারের প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার এক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নিন্দা জানিয়ে তিনি বলেন, সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের ধারাবাহিকতায় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। আমি অবিলম্বে তার বিরদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার ও মুক্তি দাবি করছি। মির্জা ফখরুল বলেন, চলমান ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী তরুণ নেতৃত্বকে ধ্বংস করতেই সরকার নিরবচ্ছিন্নভাবে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাদেও গ্রেফতার করছে, আর তারই শিকার হলো ছাত্রদল নেতা মেজবাহ উদ্দিন ভূঁইয়া। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মেজবাহ উদ্দিন ভূঁইয়াকে গ্রেফতারের ঘটনায় সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা আরো বলীয়ান হয়ে বর্তমান শাসকগোষ্ঠীর বিরুদ্ধে আরো প্রতিবাদী হয়ে উঠবে।
×