ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

খাদ্যবান্ধব কর্মসূচি পুনরায় চালু হবে মার্চে ॥ খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ২১:১৭, ২২ ফেব্রুয়ারি ২০১৮

খাদ্যবান্ধব কর্মসূচি পুনরায় চালু হবে মার্চে ॥ খাদ্যমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ আজ বৃহস্পতিবার রাজধানীর খদ্য ভবন সভাকক্ষে সার্বিক খাদ্য পরিস্থিতি পর্যালোচনা সভায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম জারিনয়েছেন আগামী মার্চ-এপ্রিলে পুনরায় খাদ্যবান্ধব কর্মসূচি চালু হবে । খাদ্যমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে খাদ্য সংগ্রহ করতে না পারায় খাদ্যের মজুদ কমে গিয়েছিল। তাই খাদ্যবান্ধব কর্মসূচি স্থগিত করা হয়েছিল। তবে আগামী মার্চ-এপ্রিলে পুনরায় এ কর্মসূচি চালু হবে। এ কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে চাল দেয়া হবে। তিনি বলেন, ওএমসের ( ট্রাকে খোলা বাজারে চাল বিক্রি) চাল বিক্রি বর্তমানে বিভাগীয় পর্যায়ে চালু রয়েছে। আগামী মার্চে দেশব্যাপী এ কার্যক্রমও চালু হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব শাহাবুদ্দিন আহমেদ, খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. বদরুল হাসান প্রমুখ।
×