ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাজশাহী মাদ্রাসা মাঠে মানুষের স্রোত

প্রকাশিত: ২০:০৫, ২২ ফেব্রুয়ারি ২০১৮

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাজশাহী মাদ্রাসা মাঠে মানুষের স্রোত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভাস্থল ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আসতে শুরু করেছে জনতা। বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দলে দলে মানুষ আসতে শুরু করেছে। আজ বেলা ২ টা থেকে জনসভার কার্যক্রম শুরু হলেও সকাল ১০ টার পর থেকে মানুষ মাদ্রাসামুখি হতে শুরু করেছে। বেলা ১১ টার দিকে মাদ্রাসা মাঠে গিয়ে দেখা যায় মানুষের স্রোত নেমেছে। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে রঙিন হয়ে উঠেছে পদ্মাপাড়ের রাজশাহী। চারদিকে কেবল তোরণ আর তোরণ। এ যেন তোরণেরই শহর! রঙ-বেরঙের ব্যানার এবং ফেস্টুনগুলো যেন সেসব তোরণের অলঙ্কারে রূপ নিয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সেজে উঠেছে ২০৩ বর্গকিলোমিটার আয়তনের এই বিভাগীয় শহর। জনসভাকে ঘিরে সেজেছে পুরো রাজশাহী। কেবল রাজশাহী মহানগর এলাকাই নয়, এই সাজ-সজ্জা ছড়িয়ে গেছে উপজেলার গ্রামগুলোতেও। তাই সবখানে এখন সাজ সাজ রব। সবখানেই বিরাজ করছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে সকাল থেকেই আওয়ামী লীগের কেন্দ্রীয় ও নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করছেন। ব্যস্ততা বেড়েছে সরকারি দফতরগুলোতেও। প্রধানমন্ত্রীর রাজশাহীর জনসভায় অংশ নিতে সড়কপথে সরকারের মন্ত্রী-এমপি, কেন্দ্রীয় নেতারা ও বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ মানুষ রাজশাহী পৗচেছেন। মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে প্রায় প্রতিটি সড়কেই শোভা পাচ্ছে নৌকা প্রতীক সম্বলিত বিশাল বিশাল তোরণ। জনসভাস্থল ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের আশপাশের এলাকায় তোরণের সংখ্যা সবচেয়ে বেশি। এর বাইরে পুরো মহানগরীর বিভিন্ন সড়কে কিছু দূর পর পরই তোরণ নির্মাণ করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। স্ব-স্ব আসনের সংসদ সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চান এমন নতুন মুখের নেতাকর্মী এবং ওয়ার্ড আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারাও তাদের ছবি দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে এসব ব্যানার লাগিয়েছেন। জনসভামূখি মানুষ দলেবেধে নৌকার পক্ষে স্লোগান দিয়ে প্রবেশ করতে শুরু করেছে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে।
×