ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাজারকে চাঙ্গা করতে

প্রকাশিত: ০৪:০৪, ২২ ফেব্রুয়ারি ২০১৮

বাজারকে চাঙ্গা করতে

মোবাইল টেলিকমিউনিকেশনের সর্বাধুনিক সংস্করণ ফোর-জি। যাকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তিও বলা হয়। এটি সম্পূর্ণরূপে ইন্টারনেট প্রটোকলভিত্তিক একটি টেলিকমিউনিকেশন সিস্টেম। এই প্রযুক্তিতে গ্রাহক সর্বদাই মোবাইল অনলাইন ব্রডব্যান্ডের আওতায় থাকতে সমর্থ হবেন। এতে শুধু ইন্টারনেট সেবার মান বাড়বে তা নয়; পাশাপাশি টেলিযোগাযোগ সেবার মানও বাড়বে। ফোর-জি সেবা যদি সঠিকভাবে প্রদান করা যায় তবে মোবাইলফোন ব্যবহারকারীদের প্রযুক্তিগত সমস্যার সমাধান হবে। একটা শঙ্কা থেকেই যায়, সত্যিই কি আমরা ফোর-জির মতো সর্বাধুনিক প্রযুক্তির সেবা সঠিকভাবে পাব..? কারণ, ২০১২ সালে চালুর পর এখন পর্যন্ত দেশের মোট জনসংখ্যার মাত্র ১৭ শতাংশ মানুষকে থ্রিজি সুবিধায় আনতে পেরেছেন মোবাইল অপারেটর কোম্পানিগুলা। প্রায় ৭০ ভাগ মানুষই ব্যবহার করছে স্বল্পগতির টু জি নেটওয়ার্ক। থ্রিজি কিন্তু এখন সারা দেশে পাওয়া যায় না। এমনকি ঢাকা শহরে থ্রিজি পর্যাপ্ত না। ব্রড ব্যান্ডে যেমন প্যাকেজ আছে অপারেটর কোম্পানিগুলো যদি এমন করে তাহলে ইন্টারনেটে একটা বড় পরিবর্তন আসবে। তথ্য বিনিময় ও বিনোদনের ক্ষেত্রে ইন্টারনেটের ওপর আমরা অনেকটাই নির্ভরশীল। ২০১৭ সালের একটি রিপোর্ট অনুযায়ী বর্তমান বাংলাদেশের প্রায় ৪০ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে। যা আমাদের দেশের প্রেক্ষাপটে বিশাল একটা প্রযুক্তি বাজার। এই প্রযুক্তির বাজারকে রমরমা রাখতে হলে ভাল ইন্টারনেট সেবা নিশ্চিত করতে হবে। ফোর জির পূর্ণ সুবিধা পেতে অপারেটরদের বের হতে হবে কিলোবাইট আর মেগাবাইটের সীমাবদ্ধতা থেকে, নিশ্চিত করতে হবে সাশ্রয়ী মূল্যে আনলিমিটেড ডেটা প্রদান। তবেই ডিজিটাল প্রযুক্তিনির্ভর জাতি গঠন করা সম্ভব। কাপাসিয়া, গাজীপুর থেকে
×