ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সৈয়দ আবদুল হালিম খসরু

আনন্দ সংবাদ!

প্রকাশিত: ০৪:০২, ২২ ফেব্রুয়ারি ২০১৮

আনন্দ সংবাদ!

টু-জি, থ্রি-জির পর ‘ফোর-জি’র যুগে প্রবেশ করছে আমাদের প্রিয় বাংলাদেশ। কি আনন্দের কথা তাই না? আমরা জানতে পেরেছি যে, ইন্টারনেটের গতি পূর্বের চেয়ে কম পক্ষে চারগুণ বৃদ্ধি পাবে। এক-জি এর একটি ফাইল ডাউনলোড করতে যেখানে থ্রি-জি, নেটওয়ার্কের ২০ মিনিট লাগে। কিন্তু ফোর-জিতে সেটি পাঁচ মিনিটে করা সম্ভব হবে। তবে সবকিছুই নির্ভর করবে অপারেটারদের দেয়া সেবার মানসিকতার উপর। কিন্তু ফোর-জি-তে ইন্টারনেটের প্যাকেজ কত মূল্যের হবে, সেটা আসলে গ্রহকদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে কিনা সে সব বিষয়ে এখন মানুষের প্রশ্ন। এ মুহূর্তে বাংলাদেশের মাত্র ১০ ভাগ গ্রহকের হাতে আছে ফোর-জি ব্যবহার করারমতো সেট। উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে অপারেটরদের হাতে ওই ফোর-জির লাইসেন্স তুলেদিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বিটি আরসি। ইতোমধ্যে বিটি আরসি কর্তৃপক্ষ জানিয়েছেন গ্রাহকদের মধ্যে লাইসেন্স বিতরণের পরপরই একটি বিশেষ দিন একুশে ফেব্রুয়ারি থেকে ফোর-জি সেবা বাংলাদেশে চালু হবে। সংশ্লিষ্ট অপারেটরেরা জানিয়েছেন যে, ফোর-জি’র সেবা শুরু করার জন্য তারা পুরোপুরি প্রস্তুত। ফোর-জি গ্রাহক পেলেই অপারেটররা সেবা দিতে কখনও বিলম্ব করবে না। সাধরণ গ্রাহকদের মধ্যে থ্রি-জি সেবা নিয়ে চরম বিরক্তি ভাব রয়েছে। ঢাকার অধিকাংশ জায়গায় থ্রি-জি’র নেটওয়ার্ক পাওয়া যায়না। অধিকাংশ জায়গায় টু-জি চলে আসে। আর যদি নেটওয়ার্ক না পাওয়া যায় তাহলে থ্রি-জি, ফোর-জি, কিছুই যায় আসে না। তবে আশার কথা সরকারী কর্র্তৃপক্ষ কঠোরভাবে জানিয়েছেন যে, অপারেটারদের ফোর-জি’র সেবাতে কোন ধরনের অবহেলার অজুহাত মেনে নেয়া হবে না। কারণ পর্যাপ্ত পরিমাণ স্পেকট্রাম অবিক্রীত থাকার পরও অপারেটররা সেগুলো ক্রয় করেন না। পাশাপাশি টেক নিউট্রালিটি (প্রযুক্তি নিরপেক্ষতা) দেয়া হয়। এখন তারা স্পেকট্রাম ইচ্ছামতো ব্যবহার করতে পারবে। স্পেকট্রাম দিয়েই সেবা দেয়ার সুযোগ মিলেছে। বাংলাদেশে এতোদিন এটি ছিল না। গত ১৩ ফেব্রুয়ারি স্পেকট্রাম নিলামের সময় থেকে এটি উম্মুক্ত করা হয়েছে। ফলে একে তো অপারেটর তার হাতে থাকা স্পেকট্রাম দিয়ে ইচ্ছামতো নেওয়ার্কের ডিজাইন করতে পারবে। আর টেকনোলাজিক্যাল নিউট্রালিটি স্পেকট্রামের কার্যক্ষমতা দেড়-দুইগুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। এতে করে বিদ্যমান স্পেকট্রাম দিয়েই আপারেটররা গ্রাহকদের ভাল সেবা দিতে পারবে বলে আমরা আশাবাদী। তাই আগামীতে আমরা উন্নত প্রযুক্তির দিকে এগিয়ে যাব। আলম নগর, রংপুর থেকে
×