ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দেশের নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে ॥ জাপা মহা সচিব

প্রকাশিত: ০২:৩১, ২১ ফেব্রুয়ারি ২০১৮

দেশের নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে ॥ জাপা মহা সচিব

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ দেশে সরকার পরিবর্তনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাই দেশে নির্বাচন দরকার। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী নির্বাচনে জাতীয় পার্টি সবকটি আসনে নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় পার্টি এখন মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। আজ বুধবার বিকালে সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় পার্টির মহা সচিব ও পটুয়াখালী এক আসনের সংসদ এবিএম রুহুল আমীন হাওলাদার একথা বলেন। আগামী ২৪ মার্চ জাতীয় পার্টির মহা সমাবেশকে কেন্দ্র করে জেলা-উপজেলার নেতাকর্মীদের সাথে মত বিনিময় ও গন সংযোগ কালে পটুয়াখালী জেলা সার্কিট হাউজে মিলিত হয় জাপা কেন্দ্রীয় নেতারা। এ সময় তার সাথে ছিলেন বন ও পরিবেশ মন্ত্রী আনিছুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হোসেন চুন্নু, ঢাকা ৬ আসনের এমপি এ্যাড কাজী ফিঅরোজ রশিদ, চট্টগ্রামের সাংসদ জিয়াউল হক বাবলা এবং ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরুসহ অনেকে। এসময় জাপা নেতা আরো বলেন, দেশ এখন ক্লান্তিময় সময় অতিবাহিত করছে। দেশে নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি হলে দেশে ক্লান্তময় অবস্থা বিরাজ করে। খালেজা জিয়া এখন জেলে রয়েছে। সামনে নির্বাচন আসছে। জাতীয় পার্টি একাধিক বিপর্যয় উপেক্ষা করে দেশের মানুষের কাছে আস্থা অর্জন করেছে। জাপার প্রধান হোসাইন মোহম্মদ এরশাদ ৬ বছর কারাবাস ছিলেন। জেলেই বসেই পাচ আসনে নির্বাচিত হয়েছেন। আমরাও বহু বাধা অতিক্রম এবং কারাবাস করেছি। মানুষের এখন বুজতে বাকি নাই দেশে এখন জাতীয় পার্টির সরকার দরকার। তিনি আরো বলেন, স্বাধীনতা ৪৭ বছরের দেশে যত উন্নয়ন তার সিংহভাগ হয়েছে জাতীয় পার্টির আমলে।
×