ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভারতকে মিয়ানমারের ওপর চাপ দেয়ার জন্য আহ্বান জানালেন যোগাযোগ মন্ত্রী

প্রকাশিত: ০২:১৫, ২১ ফেব্রুয়ারি ২০১৮

ভারতকে মিয়ানমারের ওপর চাপ দেয়ার জন্য আহ্বান জানালেন যোগাযোগ মন্ত্রী

কূটনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে মিয়ানমারের ওপর চাপ দেয়ার জন্য ভারতের প্রতি অনুরোধ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার রাজধানীর হোটেল রেডিসনে বাংলাদেশ-ভারত মিডিয়া সংলাপের সমাপনী অধিবেশনের বক্তব্যে তিনি এসব বলেন। ইনস্টিটিউট অব কনফ্লিক্ট ল এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ ( আইসিএলডিএস) আয়োজিত তিন দিনব্যাপী মিডিয়া সংলাপের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওবায়দুল কাদের। এই অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম ও ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা। এছাড়াও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, আইসিএলডিএস’র চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমরা এখন রোহিঙ্গা সংকট মোকাবেলা করছি। মিয়ানমারের সঙ্গে ভারতের সম্পর্কও রয়েছে। মিয়ানমারের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রেখেই রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের জন্য ভারতের প্রতি আহ্বান জানান তিনি। এই লক্ষ্যে ভারতীয় গণমাধ্যম কর্মিদের সহযোগিতাও চান ওবায়দুল কাদের।
×