ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাহায়ক সরকারের স্বপ্ন ভুলে যান ॥ বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ০২:০৮, ২২ ফেব্রুয়ারি ২০১৮

সাহায়ক সরকারের স্বপ্ন ভুলে যান ॥ বাণিজ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন যারা তত্বাবধায়ক সরকার ও সাহায়ক সরকারের স্বপ্ন দেখেন, তারা সেই সপ্ন ভুলে যান। আগামী নির্বাচন হবে বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীন। নির্বাচন কালিন সরকার দৈনন্দিন কাজ করবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। এর বাইরে আর কোন কিছু হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন,যদি কেউ আন্দলনের নামে অরাজগতা করার চেষ্টা করে আইনশৃংখলা বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করবে। কারন মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া আইনপ্রয়োগ কারি সংস্থা ও সরকারের কর্তব্য। বুধবার দুপুরে ভোলার বাংলাবাজারে ফাতেমা খানম কলেজ অডিটরিয়ামে মহান একুশে ফেরুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাদিক ভাষা দিবেসের আলোচনা সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ ৯৬ সনে ক্ষমতায় না আসলে স্বাধীনতার মূল্যবোধ চেতনা আবার প্রতিস্থাপন করতে পারতাম না। আওয়ামী লীগ যদি ২০০৯ সনে সরকার গঠন না করতো তা হলে যুদ্ধঅপরাধি মানবতাবিরোধীদেও বিচার হতো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা না হলে এই বিচার হতোনা। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে উন্নয়ন হয়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ভোলার চেহারা পাল্টে যাবে। ভোলা হবে সিঙ্গাপুর। ভোলায় প্রচুর গ্যাস রয়েছে। গ্যাসের উপর ভিত্তি কওে অনেক শিল্প কলকারখানা গড়ে উঠবে। তিনি বলেন, বাংলাদেশের যদি কেউ ক্ষতি করে থাকে তা করেছেন জিয়াউর রহমান। বিএনপির নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে ২০১৩ সালে দেশে অরাজগতা সৃষ্টি করে। ২০১৪ সালের নির্বাচন বানচাল করার জন্য মানুষ পুড়িয়ে হত্যা করেছে। ২০১৫ সালে ৯২ দিন হরতাল অবরোধের নামে দেশের অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল । তাই আবার আওয়ামী লীগকেই ক্ষমতায় আনতে হবে বলেও জানান বাণিজ্যমন্ত্র্রী । এ সময় আরো বক্তব্য রাখেন সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, জাতীয় অধ্যাপক গবেষক মনতাসির মামুন,মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব সহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক মো: সেলিম উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু,পুলিশ সুপার মো: মোকতার হোসেন,সদও উপজেলা চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন প্রমুখ। পরে মন্ত্রী বাংলা বাজরের স্বাধীনতা জাদুঘর পরির্দশন করেন। এছাড়া বিকালে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন।
×