ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শহীদ মিনার থেকে বইমেলায় মানুষের ঢল

প্রকাশিত: ০২:০১, ২১ ফেব্রুয়ারি ২০১৮

শহীদ মিনার থেকে বইমেলায় মানুষের ঢল

স্টাফ রিপোর্টার ॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে জনতার ঢল নেমেছে একুশের বইমেলায়। বেলা যত গড়াচ্ছে দর্শনার্থী ও বইপ্রেমী মানুষের ভিড়ও তত বাড়ছে। দুপুরের মধ্যেই বইমেলা জমজমাট দেখা যায়। বিকেলের দিকে এই ভিড় এক জনস্রোতে পরণিত হয়। যেদিকে দৃষ্টি যায় শুধু মানুষ আর মানুষ। মেলার স্টলগুলোর কর্মীরা বলেছেন, ফেব্রুয়ারি মাসব্যাপী বইমেলা সবচেয়ে বেশি জমজমাট হয়ে ওঠে একুশে ফেব্রুয়ারির দিনেই। এ দিনে বইয়ের বেচাকেনাও হয় সর্বোচ্চ। বুধবার বেলা ১১টার দিকে গিয়ে দেখা গেছে, পাঠক, লেখক, দর্শনার্থীমুখর বইমেলা প্রাঙ্গণ। শহীদ মিনার থেকে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মানুষ ছুটছে বইমেলায়। শহীদ মিনার থেকে বইমেলা একাকার হয়ে গেছে মানুষে। বই মেলায় তরুণ-তরুণীদের উপস্থিতি চোখে পড়ার মতো। মেলায় এসেছে শিশুরাও। নারী-পুরুষের সাদা-কালো পোশাকে শোকের আবহ। মাথায় ফুলের টায়রা পরা নারী-শিশুরা ঘুরে বেড়াচ্ছে মেলায়। মেলায় অনেকে এসেছেন সপরিবারে। বাড্ডা থেকে পরিবার নিয়ে মেলায় এসেছেন হালিমুজ্জামান। তিনি বলেন, বইমেলা পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে চললেও, আমার আসার সময় হয় না। আমি সাধারণত একুশে ফেব্রুয়ারির দিন পরিবার পরিজন নিয়ে শহীদ মিনার হয়ে বই মেলায় আসি। মেলায় ভাইয়ের সঙ্গে ঘুরতে আসা শিক্ষার্থী অন্তু বলে, আমি সব সময়ই মেলায় আসি। এবছও এসেছি একবার। আজকে একটু বেশি ভালো লাগছে। এদিকে, বিকেলে বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় মেলা ও তার আশপাশস্থল ছিল বেশ জমজমাট। মেলায় কেউ বই কিনেছেন কেউ আবার শুধুই ঘুরে দেখেছেন। এছাড়াও আশপাশ জায়গা জুরে প্রিয়জনদের সাথে সময় কাটাতেও দেখো দেছে।
×