ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দেশের বিভিন্ন স্থানে মাতৃভাষা দিবস পালিত

প্রকাশিত: ২২:৫২, ২১ ফেব্রুয়ারি ২০১৮

দেশের বিভিন্ন স্থানে মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা , মাগুরা ॥ আজ বুধবার মাগুরায় ভাব গাম্ভীর্য নানা কর্মসুচি ও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে । একুশের প্রথম প্রহরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসুচির শুরু হয় । একুশের প্রথম প্রহরে রাত ১২ টা এক মিনিটে পুষ্পর্ঘ অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড: শ্রী বিরেন শিকদার এমপি, জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, জেলা প্রশাসক মুহ: আতিকুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, পুলিশ সুপার মুনিবুর রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান সহ আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, স্বাস্থ্য বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, এলজিইডি, সদর উপজেলা পরিষদ, মাগুরা পৌরসভা, সহ বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গ সহযোগি সংগঠন, মাগুরা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। কালকিনি: নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর ॥ মহান ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ বুধবার উপজেলা প্রশাসন, আ’লীগ, বিএনপি, জাতীয়পার্টি ও শেখ হাসিনা উইমেন্স কলেজসহ বিভিন্ন অঙ্গ-সংগঠননের উদ্যোগে রাত ১২টা ১মিনিটে শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পন, ভোরে প্রভাতফেরী, দলীয় কার্যালয় জাতীয় পতাকা উত্তোলন ও সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা: নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ জেলা প্রশাসন ভাষা শহীদের স্মৃতির প্রতি পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে দিবসটি পালন করেছে। রাত ১২ টা ১ মিনিটে জেলা প্রশাসক মোঃ জসিমউদ্দিন ও পুলিশ সুপার জিহাদুল কবির কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর আওয়ামীলীগ, বিএনপি, জাতীয়পার্টি, জাসদ, ওয়াকার্স পার্টি, পাবনা এডওয়ার্ড কলেজ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, পাবনা মেডিকেল কলেজ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। নরসিংদী: ষ্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ যথাযোগ্য মর্যাদায় নরসিংদীতে অমর একুশে, মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মোসলেহ্ উদ্দীন ভূইয়া ষ্টেডিয়াম নরসিংদী সংলগ্ন শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসনের পক্ষে নরসিংদী জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ প্রশাসনের পক্ষে নরসিংদী পুলিশ সুপার আমেনা বেগম বিপিএম পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও জেলা আওয়ামী লীগ, নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা সংসদ, নরসিংদী সরকারী মহিলা কলেজ, নরসিংদী সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ, সাটির পাড়া কালি কুমার উচ্চ বিদ্যালয় সহ জেলা বিএনপি, নরসিংদী প্রেসক্লাব এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। আমতলী: নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা ॥ বরগুনার আমতলী উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্য ছিল রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে পূস্পস্তবক অর্পণ, সূর্যোদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, প্রভাতফেরী, সুন্দর হাতের লেখা প্রতিযোগীতা, রচনা প্রতিযোগীতা, শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ধমীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার সকাল সাড়ে সাতটায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রভাতফেরী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেষ হয়। এছাড়া আমতলী রিপোর্টার্স ইউনিটি’র সাংবাদিকসহ সরকারী কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ গ্রহন করেছেন। নাটোর: নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ নাটোরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাত ১২-০১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের সুচনা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নাটোর প্রেসক্লাব, পৌরসভা, দৈনিক উত্তরকণ্ঠ পরিবার, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে। পরে শহীদদের আতœার মাগফেরাৎ কামনায় এক মিনিট নিরবতা পালন ও দেশের শান্তি সমৃদ্ধি কামনায় শপথ গ্রহন করা হয়। দিবসটিতে পুষ্পস্তবক অর্পন করেন, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক শাহিনা খাতুন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী, পুলিশ সুপার বিপ¬ব বিজয় তালুকদার, অতিরিক্তি জেলা ম্যাজিষ্ট্রেট রাজ্জাকুল ইসলাম, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) ড. চিত্তলেখা নাজনীন, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুজ্জামান ভুঁইয়া, অতিরিক্তি পুলিশ সুপার খায়রুল আলম, নাটোর নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ অণ্যান্যরা। কেশবপুর: নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ॥ আজ বুধবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে কেশবপুর উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। সকালে স্থানীয় পাবলিক মাঠে এক আলোচনা সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেন, নবীন প্রজন্মকে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। কেশবপুরে উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তৃতা করেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, যশোরের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, তপন কুমার ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেন পলাশ প্রমুখ। লক্ষ্মীপুর : নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ অসাম্প্রদায়িক মুক্তিযোদ্ধের চেতনায় ও জঙ্গীবাদ মুক্ত উন্নত দেশ গড়ার আত্মপ্রত্যয়ে লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদার সাথে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাত ১২ টা এক মিনিট বাজার সাথে সাথে কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে মহান মাতৃভাষার জন্য শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এরপর পর্যায়ক্রমে শহীদ বেদিমূলে পুষ্পস্তবক অর্পন করেন, বেসরকারী বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামালের পক্ষে সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান, পৌর মেয়র মো. আবু তাহের, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মাইনউদ্দিন পাঠান, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহম্মদ, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপু, ,জেলা ছাত্রলীগ সভাপতি মাহমুন্নননী চৌধুরী সোহেল, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বেলাল হোসেন বেলাল প্রমূখ। বুধবার সকালে জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন নেতৃত্বে বিএনপি শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন। এ ছাড়াও বিভিন্ন সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সুনামগঞ্জ: নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ॥ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০১৮। বুধবার প্রথম প্রহরে দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ শহীদ মিনারে পুস্পস্তবক অপর্ণের মধ্যমে দিবসের শূভ সূচনা করে। পরবর্তীতে জেলা জাতীয় পার্টি, জেলা বিএনপি ও অঙ্গসংগঠন, জেলা আইনজীবি সমিতি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে পুস্পস্তবক অর্পন করা হয়। ভোর ৬ টায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে প্রভাতফেরী অনুষ্টত হয়। নড়াইল: নিজস্বসংবাদদাতা, নড়াইল ॥ ভাষা শহীদদের স্মরণ এবারো নড়াইলে জ্বলবে লাখো প্রদীপ। আজ বুধবার সন্ধ্যায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের খেলার মাঠে (কুরিডোব মাঠ) মোমবাতি প্রজ্জ্বলনের উদ্বোধন করবেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা। মোমবাতির আলোয় শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, বর্ণমালা, অল্পনাসহ বাংলাদেশের নানান ঐতিহ্য তুলে ধরা হবে। এছাড়া ওড়ানো হবে ৬৭টি ফানুস। একুশ উদযাপন পর্ষদের আহবায়ক প্রফেসর মুন্সি হাফিজুর রহমান জানান, মোমবাতি প্রজ্জ্বলনের প্রস্তুতি শেষ পর্যায়ে। এ কাজে প্রায় চার হাজার স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করবেন। প্রায় ছয় একরের মাঠটি সন্ধ্যায় মোমবাতির আলোয় আলোকিত হবে। অনুষ্ঠানে ‘আমার ভাইয়ের রক্ত রাঙানো ২১ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানের মধ্য দিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।
×