ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিরিয়ায় সরকারি বাহিনীর হামলায় নিহত ২৫০

প্রকাশিত: ১৯:১৪, ২১ ফেব্রুয়ারি ২০১৮

সিরিয়ায় সরকারি বাহিনীর হামলায় নিহত ২৫০

অনলাইন ডেস্ক ॥ সিরিয়ার রাজধানী দামেস্কের নিকটবর্তী বিদ্রোহী-নিয়ন্ত্রিত অবরুদ্ধ এলাকা পূর্ব গৌতায় সরকারি বাহিনী ও তাদের মিত্রদের বিমান হামলা ও গোলাবর্ষণে নিহতের সংখ্যা আড়াইশ ছাড়িয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, নিহতদের মধ্যে ৫০ শিশুও রয়েছে। সরকারি বাহিনীর ৪৮ ঘণ্টার গোলাবর্ষণে এ পর্যন্ত আরো সাড়ে আটশ জন আহত হয়েছে। গত সোমবার পূর্ব গৌতায় সরকারি হামলায় শতাধিক মানুষ নিহতের পর গতকাল মঙ্গলবারও ফের নতুন করে সেখানকার অন্তত ১০টি শহর ও গ্রামে বোমা হামলা হওয়ার কথা জানায় স্থানীয় কর্মীরা। সিরিয়ার ওই এলাকায় গত তিন বছরের মধ্যে এটিই সবচেয়ে বেশি প্রাণহানীর ঘটনা। এলাকাটিতে প্রায় চার লাখ মানুষ আটকা পড়ে আছে। গৌতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে জাতিসংঘ সতর্ক করেছে।
×