ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গৃহ নির্মাণে ৯ কোটি ৪৭ লাখ ইউরো দেবে আইডিবি

প্রকাশিত: ০৩:০৬, ২০ ফেব্রুয়ারি ২০১৮

গৃহ নির্মাণে ৯ কোটি ৪৭ লাখ ইউরো দেবে আইডিবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে পল্লী ও উপ-শহর এলাকায় গৃহ নির্মাণ প্রকল্পের জন্য নয় কোটি ৪৭ লাখ ৫০ হাজার ইউরোর ঋণ অনুমোদন করেছে ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি)। সম্প্রতি আইডিবির বোর্ড সভায় ওই ঋণ অনুমোদন করা হয় বলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) একজন কর্মকর্তা এ তথ্য জানান। এ বিষয়ে জানতে চাইলে ইআরডির অতিরিক্ত সচিব শামসুল আলম বলেন, এ ঋণের জন্য আইডিবির সঙ্গে চূড়ান্ত চুক্তি করতে প্রধানমন্ত্রীর অনুমোদন চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে শিগগিরই চুক্তি করতে পারব। আগামী ১ থেকে ৫ এপ্রিল তিউনিশিয়ায় অনুষ্ঠয় আইডিবির বার্ষিক সভায় ওই ঋণ চুক্তি হতে পারে বলে ইংগিত দেন তিনি। এর আগে গত ৭ জানুয়ারি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে চিঠি দিয়ে দুই প্রকল্পের ১৭ কোটি ৫৫ লাখ ডলারের ঋণ প্রত্যাহার করে নিয়েছিল আইডিবি। এর মধ্যে ‘প্রি পেমেন্ট মিটারিং সিস্টেম প্রজেক্ট’ থেকে ১৫ কোটি ৫৫ লাখ ডলার এবং ‘সাসটেইনেবল হাউজিং ফর লো-ইনকাম আরবান কমিউনিটি প্রজেক্ট’ থেকে ২ কোটি ডলারের ঋণ প্রত্যাহার করা হয়।
×