ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কৃষি খাতে ঋণ বিতরণের সঙ্গে বেড়েছে খেলাপিও

প্রকাশিত: ০২:১৭, ২০ ফেব্রুয়ারি ২০১৮

কৃষি খাতে ঋণ বিতরণের সঙ্গে বেড়েছে খেলাপিও

অর্থনৈতিক রিপোর্টার ॥ কৃষি খাতে ঋণ বিতরণের পরিমাণ বাড়লেও খেলাপি ঋণ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যাংকগুলোর কাছে। গত ডিসেম্বর পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ ৫ হাজার ২২২ কোটি টাকা। এর ৯০ ভাগই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০১৭-১৮) কৃষি ও পল্লী খাতে মোট ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল ২০ হাজার ৪০০ কোটি টাকা। এর মধ্যে প্রথম ৭ মাসে (জুলাই-জানুয়ারি) ব্যাংকগুলো বিতরণ করেছে ১২ হাজার ৭০২ কোটি ১৭ লাখ টাকা। যা পুরো অর্থবছরে বিতরণ লক্ষ্যমাত্রার ৬২ দশমিক ২৭ শতাংশ। তবে ঋণ বিতরণের সঙ্গে এ খাতে বাড়েছে খেলাপির পরিমাণও। গত ডিসেম্বর পর্যন্ত খেলাপির পরিমাণ ৫ হাজার কোটি ছাড়িয়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সকল বাণিজ্যিক ব্যাংকের বিতরণ করা মোট ঋণের ২ দশমিক ৫ শতাংশ ঋণ বিতরণ করতে হবে পল্লী অঞ্চলে। অর্থ সরবরাহের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতেই এ নির্দেশনা জারি করা হয়। ২০০৯ সাল থেকে বাংলাদেশ ব্যাংক এ নিয়ম চালু করে। বিগত অর্থবছরে (২০১৬-১৭) এ খাতে ঋণ বিতরণ হয় প্রায় ১৮ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত ডিসেম্বর পর্যন্ত কৃষি ঋণে মোট খেলাপির পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ২২২ কোটি টাকা। যার প্রায় ৯০ ভাগই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর। এসব ব্যাংকের খেলাপি ঋণ ৫ হাজার ৬১ কোটি টাকা। এরমধ্যে সবচেয়ে বেশি ২ হাজার ২০২ কোটি টাকা কৃষি ব্যাংকে। আর দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ৫০৪ কোটি টাকা সোনালী ব্যাংকে। আর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে খেলাপির পরিমাণ দাঁড়িয়েছে ৮৩৫ কোটি টাকা। কৃষি ঋণ বিতরণের ক্ষেত্রে এই সময়ে কয়েকটি ব্যাংক লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম, আবার কিছু ব্যাংক কোনো ঋণই বিতরণ করতে পারেনি।
×