ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্যাংকে জালিয়াতির কোনো ঘটনায় ছাড় দেয়া হয়নি: তোফায়েল

প্রকাশিত: ০১:০৫, ২০ ফেব্রুয়ারি ২০১৮

ব্যাংকে জালিয়াতির কোনো ঘটনায় ছাড় দেয়া হয়নি: তোফায়েল

স্টাফ রিপোর্টার ॥ ব্যাংকে ঋণ জালিয়াতির যেসব ঘটনা ঘটেছে, তার কোনোটিতেই ছাড় দেয়া হয়নি বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, কিছু ঘটনায় তদন্ত চলছে, কিছু মামলা চলমান। বহু মানুষ জেলে আছে। একইসাথে ব্যাংকিং খাত নিয়ে অর্থমন্ত্রণালয় বাস্তব পদক্ষেপ নেবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক কর্মশালায় অংশগ্রহন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। ‘তৈরি পোশাক শিল্পের সম্প্রসারণ এবং সহজীকরণ’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যাংকিং সেক্টর এখন বৈশ্বিকভাবে ঝুঁকির মধ্যে রয়েছে। প্রতিবেশি রাষ্ট্র ভারতেও এ ধরনের ঘটনা ঘটেছে। তাই সব দেশকেই এই খাত নিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তোফায়েল আহমেদ বলেন, ব্যাংকিং খাতে ঋণ অনিয়ম অনেক দেশেই হয়। আমাদের এখানেও হচ্ছে। তবে ব্যাংক খাত নিয়ে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, যদিও এ খাত (ব্যাংক খাত) নিয়ে অর্থমন্ত্রীর কথা বলার কথা। তারপরও সরকারে আছি, তাই আমাদেরও কথা বলতে হয়। আশা করব, অর্থ মন্ত্রণালয় ব্যাংক খাত নিয়ে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করবে। অনিয়মের কোনো ঘটনায় সরকার ছাড় দেয়নি জানিয়ে তোফায়েল বলেন, আমাদের দেশে ব্যাংক ঋণ নিয়ে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অনেকে জেলে আছে। কাউকে ছাড় দেয়া হয় নাই। আমরা ক্ষমতায় থেকে ঋণ দিতে সুপারিশ করি না। কেউ বলতে পারবে না। ব্যাংক তাদের নিয়মে ঋণ দিচ্ছে। পানামা পেপারস কেলেংকারিতে যাদের নাম এসেছে অবশ্যই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান মন্ত্রী। কর্মশালায় উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব শুভাশীষ বসু, বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট (অর্থ) মোহাম্মদ নাছির সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, বিআইডিএস এর সিনিয়র ফেলো নাজনিন আহমেদ প্রমুখ।
×