ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কৃষি জমি ও বসতভিটা অধিগ্রহণ থেকে বাদ দেয়ার দাবি

প্রকাশিত: ২৩:৪৩, ২০ ফেব্রুয়ারি ২০১৮

কৃষি জমি ও বসতভিটা অধিগ্রহণ থেকে বাদ দেয়ার দাবি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ চম্পাপুর ইউনিয়নের তিন ফসলী জমিসহ বসতবাড়ি এলাকার জমি অধিগ্রহণের আওতা থেকে বাদ দেয়ার দাবি জানিয়েছেন সেখানকার ৪৯০ কৃষক। তারা কৃষিজমি ও বসতবাড়ি রক্ষায় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করেছেন। দেবপুর মৌজার কৃষক মোঃ ফরিদ তালুকদার জানান, তারা ধান ছাড়াও তরমুজ, ডাল জাতীয় শস্যের আবাদ করছেন। করছেন বোরোর আবাদ। ১২ মাস কোন না কোন ফসল থাকছে জমিতে। কিন্তু কোন ধরনের বাস্তবতা যাচাই-বাছাই ছাড়াই ঘনবসতিপুর্ণ প্রায় পাঁচ শ’ পরিবারের বসবাস এলাকায় একটি কয়লা ভিত্তিক থার্মাল পাওয়ার প্লান্ট করার জন্য প্রস্তাবনা দেয়া হয়েছে। স্বাক্ষরিত কৃষকরা জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে তিন ফসলী জমিতে কোন ধরনের বিদ্যুত প্লান্টসহ শিল্প কারখানা করা যাবে না। কিন্তু বেসরকারি সংস্থা আশুগঞ্জ পাওয়ার প্লান্ট অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। তাই এসব কৃষক সরেজমিনে তদন্ত করতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন। আবেদনকারী কৃষকরা আরও বলেন যেখানে পাশর্^বর্তী ইউনিয়ন ধানখালীতে তিনটি বিদ্যুত প্লান্টের কাজ চলছে। একই জায়গায়, তাও তিন ফসলী কৃষি জমিতে কেন বিদ্যুত প্লান্ট করা হচ্ছে। যেখানে রাঙ্গাবালীসহ আশপাশে বসতিহীন অসংখ্য চরাঞ্চল রয়েছে। যেখানে বিদ্যুত প্লান্ট করলে কোন মানুষকে পুনর্বাসনের প্রয়োজন নেই।
×