ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দাউদকান্দিতে চারদিন ব্যাপি একুশে বইমেলা উদ্বোধন

প্রকাশিত: ২১:৫৫, ২০ ফেব্রুয়ারি ২০১৮

দাউদকান্দিতে চারদিন ব্যাপি একুশে বইমেলা উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি ॥ “বই কিনুন-বই পড়ুন এবং প্রিয়জনকে বই উপহার দিন ” এ স্লোগানে বিভিন্নর ব্যানার প্লে-কার্ড ফেস্টুনে সেজেছে দাউদকান্দির উপজেলার নৈয়াইর সায়েন্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গন । মহান একুশে ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চারদিব্যাপি বই মেলার আয়োজনকে ঘিরে উদ্দিপনা দেখা যায় উপজেলার নৈয়াইর সায়েন্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে। আজ মঙ্গলবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রবন্ধিক ও নজরুল গবেষক প্রফেসর ড. আলী হোসেন চৌধুরী। কলেজের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মোল্লা সভাপতিত্বে এবং অধ্যক্ষ ইঞ্জিঃ হেলাল উদ্দিন শিকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত কৃষি ও পরিবেশ সংগঠক মতিন সৈকত, গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সেলিম তালুকদার, আঞ্চলিক পত্রিকা দৈনিক আমাদের কুমিল্লার সাহিত্য সম্পাদক দীপ আজাদ কাজল, দাউদকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী, দাউদকান্দি অনলাইন প্রেসক্লাবের ফাউন্ডার শরীফ প্রধান প্রমূখ। ২০ ফেব্রুয়ারী হতে আগামী ২৩ ফেব্রুয়ারী পর্যন্ত সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চার দিনব্যাপি এ মেলা চলবে।
×