ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাতৃভাষা দিবসের বিশেষ নাটক ‘ভাষা ও ভালোবাসা’

প্রকাশিত: ১৯:৪৩, ২০ ফেব্রুয়ারি ২০১৮

মাতৃভাষা দিবসের বিশেষ নাটক ‘ভাষা ও ভালোবাসা’

অনলাইন রির্পোটার ॥ বুয়েট থেকে পাশ করে শাকিল চাকরি নেয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে। প্রজেক্ট কর্মকর্তা হিসেবে যোগ দেয় দুর্গম এক চরে। সেই প্রজেক্টের সাথে একসময় যুক্ত হয় হল্যান্ডের নাগরিক ক্যাথরিন। ক্যাথরিন ইংলিশে কথা বলে। প্রথম পরিচয়ে শাকিল সিদ্ধান্ত নেয় ক্যাথরিনের সাথে সে বাংলা ছাড়া কথা বলবেনা। ক্যাথরিন যেহেতু বাংলা জানে না তাই সে প্রতিষ্ঠানে অভিযোগ করে চাকরি ছেড়ে দেয়। শাকিলের চাকরি চলে যায়। ওদিকে ক্যাথরিন নিজ আগ্রহে বাংলা শিখে পুনরায় চাকরিতে যোগ দিয়ে জানতে পারে শাকিলের চাকরি নেই। হন্যে হয়ে শাকিলকে খুঁজতে থাকে সে। এগিয়ে যায় নাটকের গল্প। নাটকের নাম ‘ভাষা ও ভালোবাসা’। প্রচারিত হবে ২১ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টা ০৪ মিনিটে, বৈশাখী টেলিভিশনে। লুৎফুর নাহার মৌসুমীর রচনা ও পরিচালনায় নাটকে শাকিল চরিত্রে অভিনয় করেছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা আরেফিন শুভ। আর ক্যাথরিন চরিত্রে অভিনয় করেছেন জার্মান নাগরিক ইভা মজিওএল। এছাড়া ‘ভাষা ও ভালোবাসা’ নাটকে আরো অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, অয়ন চৌধুরী, আশরাফ হোসেন টুলু।
×