ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফিলিপাইনে ডায়রিয়ায় ১০ জনের মৃত্যু

প্রকাশিত: ১৮:৫৮, ২০ ফেব্রুয়ারি ২০১৮

ফিলিপাইনে ডায়রিয়ায় ১০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক ॥ ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ শহর পালাওয়ানের বালাবাকে ডায়রিয়া ছড়িয়ে পড়ায় এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১ মাসের এক শিশু রয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য কর্তৃপক্ষ একথা জানায়। খবর সিনহুয়ার। খবরে বলা হয়, প্রায় দু’মাস হলো বালাবাক শহরে ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে জানা যায় ওই এলাকার প্রায় ২শ’ বাসিন্দা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। শহরটিতে এভাবে ডায়রিয়া ছড়িয়ে পড়ার জন্য কর্তৃপক্ষ পানি দূষণকে দায়ী করছে। পানি পরীক্ষা করে এতে ব্যকটেরিয়া পাওয়া গেছে। উল্লেখ্য, একই কারণে পালাওয়ানের কুয়েজন শহরে ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে ডায়রিয়া ছড়িয়ে পড়তে দেখা যায়। ওই সময় ডায়রিয়াজনিত কারণে চারজনের মৃত্যু হয় এবং ছয় শতাধিক লোককে হাসপাতালে ভর্তি করা হয়।
×