ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জিও ফিল্মফেয়ার এ্যাওয়ার্ড পেলেন জয়া আহসান

প্রকাশিত: ০৭:০৮, ২০ ফেব্রুয়ারি ২০১৮

জিও ফিল্মফেয়ার এ্যাওয়ার্ড পেলেন জয়া আহসান

সংস্কৃতি ডেস্ক ॥ দুই বাংলার জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি সেরা অভিনেত্রী হিসেবে জিও ফিল্মফেয়ার এ্যাওয়ার্ড পেয়েছেন জয়া আহসান। ওপার বাংলার পরিচালক কৌশিক গাঙ্গুলীর ‘বিসর্জন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর সম্মাননা পেয়েছেন জয়া আহসান। শনিবার বিকেলে কলকাতার সায়েন্স সিটি মিলনায়তনে ‘জিও ফিল্মফেয়ার এ্যাওয়ার্ডস (পূর্ব) ২০১৮’ প্রদান অনুষ্ঠানে জয়া আহসান এ পুরস্কার গ্রহণ করেন। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ চলচ্চিত্রের জন্য তিনি সমালোচক এবং জনপ্রিয়-দুই ক্যাটাগরিতেই সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন। কেবল অপেক্ষা ছিল শনিবারের। কারণ এদিন সেরাদের নাম ঘোষণা করার কথা ছিল। জয়া আহসান অভিনীত ‘বিসর্জন’ পুরস্কার পেয়েছে তিনটি ক্যাটাগরিতে। সেরা চলচ্চিত্র, সেরা চলচ্চিত্র পরিচালকসহ সেরা অভিনেত্রীর পুরস্কার। সমালোচক বিভাগে জয়া আহসানের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন অর্পিতা চ্যাটার্জি (‘চিত্রকর’), ইশা সাহা (‘প্রজাপতি বিস্কুট’), সোহিনী সরকার (‘দুর্গা সহায়’)। আর জনপ্রিয় বিভাগে মনোনয়ন পেয়েছিলেন ইশা সাহা (‘প্রজাপতি বিস্কুট’), রুকিমণি মৈত্র (‘ককপিট’), স্বস্তিকা মুখার্জি (‘অসমাপ্ত’), সোহিনী সরকার (‘বিবাহ ডায়েরিজ’)। এদিকে চলতি বছর মোস্তফা সরওয়ার ফারুকীর ‘ডুব’ চলচ্চিত্রটির ‘আহারে জীবন’ গানটির জন্য সেরা সঙ্গীতশিল্পী হিসেবে মনোনয়ন পেয়েছেন শারমিন সুলতানা সুমী। একই চলচ্চিত্রের আবহসঙ্গীতের জন্য মনোনয়ন পেয়েছিলেন পাভেল আরীন। চলচ্চিত্রটির চিত্রগ্রাহক রাজীবুল ইসলাম পেয়েছিলেন সেরা চিত্রগ্রাহকের মনোনয়ন।
×