ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সঙ্গীতজ্ঞ বাবু রহমান আর নেই

প্রকাশিত: ০৭:০৭, ২০ ফেব্রুয়ারি ২০১৮

সঙ্গীতজ্ঞ বাবু রহমান আর নেই

স্টাফ রিপোর্টার ॥ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, নজরুল গবেষক ও মুক্তিযোদ্ধা বাবু রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর ৪টায় তার মৃত্যু হয়। খবরটি নিশ্চিত করেন তার ঘনিষ্ঠজন গীতিকবি তপন বাগচী। তিনি বলেন, রাত আড়াইটার দিকে হার্ট এ্যাটাক করলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। জরুরি বিভাগ থেকে সিসিইউ বিভাগে স্থানান্তরের কিছুক্ষণের মধ্যেই কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। বিকেল সোয়া ৫টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ সর্বসাধারণ অংশ নেন। কর্মজীবনে বাবু রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ছিলেন। রবিবার সন্ধ্যা ৬টা দিকে সাভারের রেডিও কলোনীর পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। ১৯৫৩ সালের ১২ মার্চ বিক্রমপুরে জন্ম নেন বাবু রহমান। ঢাকা পশ্চিমাঞ্চল ২ নাম্বার সেক্টরে মেজর হায়দারের তত্ত্বাবধানে, আব্দুল মতিন চৌধুরী ও অধ্যক্ষ রৌফ খানের নেতৃত্বে শহীদ মাহফুজ কোম্পানির প্লাটুন কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধ করেন। গানে তার হাতেখড়ি ওস্তাদ আমিনুল ইসলামের কাছে। পরে প-িত বারীণ মজুমদার, ওস্তাদ গুল মোহাম্মদ খান ও আখতার সাদমানীর নিকট রাগসঙ্গীতে তালিম নেন। সঙ্গীতে শেখ লুৎফর রহমান (নজরুল ও গণসঙ্গীত), মৃন্ময় দাশগুপ্ত, সুখেন্দু চক্রবর্তী (রবীন্দ্র) এবং অজিত রায় (গণসঙ্গীত) ও আব্দুল লতিফের নিকট গণসঙ্গীতে প্রশিক্ষণ নেন তিনি। নজরুল বিষয়ক মাসিক পত্রিকা ‘চক্রবাক’-এর নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন তার বন্ধু-সহকর্মীসহ দেশের সঙ্গীত অঙ্গনের মানুষরা।
×