ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাস্টিন গোমেজ

অভিমত ॥ বই হোক মানুষের নিত্যসঙ্গী

প্রকাশিত: ০৪:৪০, ২০ ফেব্রুয়ারি ২০১৮

অভিমত ॥ বই হোক মানুষের নিত্যসঙ্গী

ইউরোপ কাঁপানো নেপোলিয়ান একদিন বলেছিলেন : ‘অন্তত ষাট হাজার বই সঙ্গে না থাকলে জীবন অচল’। আর অন্যদিকে দর্শনিক দেকার্তে বলেছিলেন : ‘ভাল বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সঙ্গে কথা বলা’। বই জ্ঞানের ও আনন্দের প্রতীক। বই পড়ে মানুষ যে জ্ঞান লাভ করে, সে জ্ঞান জীবনকে বিকশিত এবং সুবাসিত করে তোলে। গোটা বিশ্ব সম্পর্কে ভালভাবে জ্ঞান অর্জন করতে হলে বই-ই অন্যতম সহায়ক। তাই হয়তো আমেরিকান বিখ্যাত অভিনেতা Will Rogers বলেছেন, ’A man only learns in two ways, one by reading and the other by association with smarter people.’ একটা সভ্যতাকে, একটা শতাব্দীকে ধ্বংস করে দেয়ার জন্য মহা কোন পরিকল্পনা করার দরকার নেই। ঐ সভ্যতার সবগুলো বইও পুড়ে ফেলার কোন প্রয়োজন নেই। শুধু মানুষকে বই পড়া থেকে বিরত রাখতে পারলেই তা হয়ে যাবে। তাইতো আমেরিকান লেখক Ray Bradbury বলেছেন, ’You don‘t have to burn books to destroy a culture. Just get people to stop reading them.’ বই পড়ে মানুষ কি না পায়! স্থবির মনের উদ্দীপনা বাড়াতে বইয়ের চেয়ে ভাল আর কিছুই হতে পারে না। আপনি যদি খুব মানসিক চিন্তায় থাকেন তবে সুন্দর একটি বই পড়া শুরু করুন। দেখবেন অবসাদ কমে যাচ্ছে। একমাত্র বই পড়ার মাধ্যমেই নতুন শব্দভা-ারে নিজেকে সমৃদ্ধ করা যায়। স্মরণশক্তি বাড়াতে দারুণ কার্যকরী ভূমিকা রাখে বই। যে কোন একটা বিষয়ে বিশ্লেষণ করার ক্ষমতা অথবা দক্ষতা বৃদ্ধি পায় বই পড়ার মাধ্যমে। শুধু যে ভালো বিশ্লেষণ করার ক্ষমতা অর্জন করা যায় তা না, ভাল বই পাঠ চিন্তার উৎকর্ষতা বাড়াতে সাহায্য করে। মানসিক প্রশান্তি বাড়াতে বই এর চেয়ে ভাল আর কিছুই হতে পারে না। নির্জনতায় নিজের মতো করে শব্দহীন বিনোদন, নিজের মাঝে নির্মল পরিবেশের সুন্দর একটি আবহ তৈরি করতে, প্রয়োজন বই। একটি ভাল বই মানুষকে অবশ্যই ভালোর পথ দেখায়। জীবনের বন্ধ দরজা-জানালাগুলো খুলে দেওয়ার জন্য বইয়ের বিকল্প নেই। বই এর মধ্যে রয়েছে অনন্ত যৌবন। আর এ অনন্ত যৌবনের স্বাদ একবার যে উপলব্ধি করতে পারে সেই খুজে পাঁয় জীবনের আস্বাদ। একজন মানুষ যে পেশায়ই দক্ষ হোক না কেন, তার পেশাদারিত্বে উৎকর্ষতা অর্জনের জন্য বার বার বইয়ের কাছে ফিরে আসতে হয়। কারণ জ্ঞানের সূচনা সেখান থেকে এবং সে জ্ঞানকে সামগ্রিকভাবে কাজে লাগানোর দক্ষতা মানুষ বই পড়ে পেয়ে থাকে। মানুষের মননশীল, সৃষ্টিশীল চিন্তার যাবতীয় সূচনার বিস্ফোরণ বইয়ের মাধ্যমে হতে পারে। তাই পড়ুন জ্ঞানের জন্য, প্রজ্ঞাবান হবার জন্য, জীবন ও জগতকে ভালভাবে বুঝার জন্য। প্রাণী হিসেবে মানুষ যেসব বোকামিতে পড়ে- সর্বদা সেগুলো বোঝার জন্য এবং সেগুলোতে কম জড়ানোর জন্য বই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভাল বই পড়ে আপনি অবশ্যই হতে পারবেন জ্ঞানীজন, হতে পারবেন গুণীজন। ভাল বই পড়ুন, তাতে কোন প্রতিযোগিতা নেই। একই বই বার বার পড়তেও অসুবিধা নেই। বছরে পাঁচটা ভাল বই পড়া, পাঁচশ’টা বাজে বই পড়ার চেয়ে ভাল। কথা একটাই বই হলো জ্ঞানের ভা-ার। লেখক : শিক্ষার্থী [email protected]
×