ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিসিসি’র কম্পিউটার অপারেটর বরখাস্ত

প্রকাশিত: ০৩:৩১, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

বিসিসি’র কম্পিউটার অপারেটর বরখাস্ত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আইডিতে শেয়ার করার অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) এক কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত ওই কর্মচারী বিসিসির প্রকৌশল শাখার কম্পিউটার অপারেটর রেজাউল করিম। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বিসিসি’র প্রশাসনিক কর্মকর্তা আসমা বেগম রুমী জানান, মেয়র আহসান হাবিব কামালের মৌখিক নির্দেশে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইসরাইল হোসেন প্রকৌশল শাখার কম্পিউটার অপারেটর রেজাউল করিমকে সাময়িক বরখাস্ত করেছেন। এছাড়া তাকে সাতদিনের মধ্যে জবাব দেয়ার নির্দেশ দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এরআগে গত বৃহস্পতিবার ফেসবুকে দেয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে বরিশাল সিটি কর্পোরেশেনের প্রকৌশল শাখার কম্পিউটার অপারেটরকে মারধর করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, কম্পিউটার অপারটের রেজাউল করিমের ফেসবুক টাইমলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করা একটি পোষ্ট শেয়ার করা হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সিটি কর্পোরেশনের কর্মচারী মিন্টু রায়ের নেতৃত্বে ৮/১০জনে রেজাউলকে মারধর করে। পরে কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। মারধরের শিকার রেজাউল করিম বলেন, কয়েকদিন পূর্বে মিন্টু রায় পিকনিকে যাওয়ার কথা বলে আমার কাছে চাঁদা দাবি করেন। কিন্তু টাকা দিতে অপারগতা করলে সে ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে আসছেন। রেজাউল করিম আরও বলেন, কিভাবে আমার টাইমলাইনে এই পোষ্টটি শেয়ার হয়েছে তা আমার জানা নেই।
×