ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

২৮ দিন পর নাখালপাড়ার তিন জঙ্গি মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন

প্রকাশিত: ০৩:০৫, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

২৮ দিন পর নাখালপাড়ার তিন জঙ্গি মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন

স্টাফ রিপোর্টার ॥ ২৮ দিন পর রাজধানীর পশ্চিম নাখালপাড়া একটি বাড়িতে নিহত তিন জঙ্গির মরদেহ বেওয়ারিশ হিসেবে জুরাইন কবরস্থানে দাফন করেছে আঞ্জুমান মফিদুল ইসলাম। সোমবার দুপুর ১২টার দিকে তিনটি মরদেহ সোহরাওয়াদী মেডিক্যাল কলেজ মর্গ থেকে লাশ গ্রহন করে আঞ্জুমানের লাশবাহী গাড়ির জুরাইন কবরস্থানে নিয়ে যায়। এরপর বিকেলে তাদের লাশ দাফন করা হয়। আঞ্জুমান মফিদুল ইসলামের (মুগদা সেবা কেন্দ্রের) ডিউটি অফিসার মাহমুদুল হাসান জানান, মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ছিল। দুপুর ১২টার দিকে তার ঝুঝে পেয়ে বিকেলে তাদের মরদেহ জুরাইন কবরস্থানে দাফন করা হয়। র্যাব-৩ এর পক্ষ থেকে জানানো হয়েছে, ২৮ দিনেও নাখালপাড়ায় নিহত তিন জঙ্গির মরদেহ তাদের পরিবারের সদস্যরা নিতে না চাওয়ায় বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, রাজধানীর পশ্চিম নাখালপাড়ার ছয়তলা একটি বাড়ির পঞ্চমতলার পূর্ব পাশের ফ্ল্যাটে পরিচয় গোপন করে বাসা ভাড়া নেন তিন যুবক। র্যাবের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানুয়ারি মাসে ওই ফ্ল্যাটটি জঙ্গি আস্তানা হিসেবে শনাক্ত করা হয়। এরপর গত ২১ জানুয়ারি সেখানে অভিযান চালাতে গেলে প্রথমে র্যাবকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়া হয়। র্যাব পাল্টা গুলি ছুড়লে ফ্ল্যাটের ভেতরে থাকা তিন জঙ্গি নিহত হয়। তাদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। ঘটনার পরে র্যাব জানিয়েছিল, নিহতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য। ওই সময় নিহত তিনজনের পরিচয় পাওয়া না গেলেও পরে তাদের পরিচয় পাওয়া যায়। নিহতরা হচ্ছেন, রবিন, নাফিজ ও মেসবাহ।
×