ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশে ক্রান্তিকাল চলছে ॥ এরশাদ

প্রকাশিত: ০১:৩২, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

দেশে ক্রান্তিকাল চলছে ॥  এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ দেশে ক্রান্তিকাল চলছে এমন মন্তব্য করে প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ক্রান্তিকাল দূর করতে দেশ ও জনগণের দায়িত্ব নিতে হবে। সোমবার জাপা চেয়ারম্যানের বাসা বারিধারার প্রেসিডেন্টপার্কে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি এরশাদ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে জয়ের ধারা অব্যাহত রাখতে জনগণের সাথে সুসম্পর্ক রাখুন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। আপনারা আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হোন। জাতীয় পার্টি নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। এসময় তিনি আগাম নির্বাচন অনুষ্ঠানেরও ইঙ্গিত দেন। আগামী ২৪ মার্চ দলের পক্ষ থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়ে এরশাদ বলেন, এই কর্মসূচী সফল করতে প্রস্তুতি গ্রহণ করুন। আমরা বড় বড় রাজনৈতিক কর্মসূচীর মধ্য দিয়ে দেশের মানুষকে জানিয়ে দিতে চাই জাতীয় পার্টি এখনও টিকে আছে। ভালো আছে। ভবিষ্যতেও জাতীয় পার্টি ভালো থাকতে চায়। আমাদের প্রত্যাশা আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা। কারণ দেশের মানুষ এখন জাতীয় পার্টিকে চায়। কারণ বিকল্প রাজনৈতিক শক্তি ছাড়া মানুষের কল্যাণ হবে না। চাঁদপুর জেলা সম্মিলিত বার এসোসিয়েশনের আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি জাতীয় পার্টি চাঁদপুর জেলা যুগ্ম আহ্বায়ক অ্যাড. আব্দুল লতিফ শেখ জাতীয় পার্টির চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা জানান। এসময় এরশাদ আরো বলেন, জাতীয় পার্টি এখন দেশের রাজনীতিতে বড় ফ্যাক্টর। আমরা এই সুযোগ কাজে লাগাতে চাই। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, অ্যাড. শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ এমরান হোসেন মিয়া প্রমুখ। এদিকে জাপা চেয়ারম্যান এরশাদ আজ মঙ্গলবার সকালে হেলিকপ্টারযোগে সিলেট যাচ্ছেন। তাঁর সফর সঙ্গী হিসেবে থাকবেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি.এম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। এছাড়াও প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মশিউর রহমান রাঙ্গা, তাজুল ইসলাম চৌধুরী, মেজর খালেদ আখতার (অব.), যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ মুক্তি এমপি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সেখান থেকে সৈয়দপুরে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর রংপুরে যাবেন এরশাদ। ২১ ফেব্রুয়ারী রংপুরে একুশে ফেব্রুয়ারীর অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ২২ ফেব্রুয়ারী দিনাজপুরে রাজনৈতিক কর্মসূচী শেষে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
×