ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কালীগঞ্জের এক ফিলিং ষ্টেশনকে জরিমানা

প্রকাশিত: ০১:৩১, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

কালীগঞ্জের এক ফিলিং ষ্টেশনকে জরিমানা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের কালীগঞ্জে বিক্রির সময় পরিমাপে কম দেয়ার অপরাধে একটি ফিলিং ষ্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় সঠিক পরিমাপ নিশ্চিত না করা পর্যন্ত ওই ষ্টেশনকে বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়। সোমবার গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বিএসটিআই-এর ইন্সপেক্টর মো. বিল্লাল হোসেন জানান, কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মেসার্স উত্তরা বিজয় ফিলিং স্টেশনে গ্রাহকদের কাছে জ্বালানী তেল বিক্রির সময় প্রতি লিটারে ২শ’ মিলিলিটার কম দিয়ে বিক্রি করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে পরিচালনা করা হয়। এসময় পরিমাপে কম দেওয়ার অভিযোগের সত্যতা পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই ফিলিং ষ্টেশনকে এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এছাড়াও পরবর্তীতে বিএসটিআইয়ের মাধ্যমে সঠিক পরিমাপ নিশ্চিত না হওয়া পর্যন্ত ওই ফিলিং ষ্টেশন বন্ধ রাখারও নির্দেশ দেন আদালত। এসময় বিএসটিআইয়ের ইন্সপেক্টর মো. বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন। ম্যাজিষ্ট্রেট মো. সোহাগ হোসেন জানান, ওই ফিলিং স্টেশন কর্তৃপক্ষ প্রতিদিন ৫টি মেশিনের মাধ্যমে গ্রাহকদের কাছে বিক্রির সময় প্রতি লিটারে ১৮ টাকা মূল্যের সমপরিমাণ ২শ’ মিলিলিটার হিসেবে বছরে প্রায় ৫০ লাখ টাকার জ্বালানী তেল কম দিয়ে আসছিল।
×