ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছয় মাসের মধ্যে ১৩৯ বন্দির বিচার শেষ করার নির্দেশ

প্রকাশিত: ১৮:৪৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

ছয় মাসের মধ্যে ১৩৯ বন্দির বিচার শেষ করার নির্দেশ

অনলাইন রির্পোটার ॥ দেশের বিভিন্ন কারাগারে সাত বছরের বেশি সময় ধরে বন্দি থাকা ১৩৯ জনের বিচারকাজ আগামী ৩১ আগস্টের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ নির্দেশ দেন। লিগ্যাল এইডের পক্ষে এক আবেদনের শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী কুমার দেবুল দে। পরে আইনজীবী কুমার দেবুল দে সাংবাদিকদের বলেন, আটটি বিভাগের বিভিন্ন কারাগারে বন্দি থাকা ১৩৯ জনের একটি তালিকা করা হয়েছে। যাতে দেখা হয়েছে কেউ সাত বছর, কেউ ১০ বছর ধরে বন্দি রয়েছেন। তাদের বিচারকাজ শুরু হয়নি। একইসঙ্গে আদালতের এই নির্দেশ কতটা বাস্তবায়ন হয়েছে তারও একটি প্রতিবেদন দিতে বলেছেন। এ সব মামলায় কোনো তদন্তকারী কর্মকর্তা সাক্ষী আনতে ব্যর্থ হলে তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছে হাইকোর্ট।
×