ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীর গ্রামে বিস্ফোরকসহ ৩ জেএমবি জঙ্গী গ্রেফতার

প্রকাশিত: ০৫:৩০, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

 রাজশাহীর গ্রামে  বিস্ফোরকসহ ৩ জেএমবি  জঙ্গী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে বিস্ফোরক দ্রব্য, জিহাদী বই, লিফলেট ও বোমা তৈরির সরঞ্জামসহ জেএমবির ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার ভোররাত সাড়ে ৩টার দিকে জেলার তানোর উপজেলার বিলশহর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বেলা ১১টার দিকে র‌্যাব রাজশাহীর সদর দফতরে তাদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। গ্রেফতারকৃতরা হলোÑউপজেলার বিলশহর গ্রামের জহুর ম-লের ছেলে সাহেবজান আলী (৩৫), জেকের আলীর ছেলে আবুল কালাম আজাদ (২৮) ও খলিল উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (২৮)। তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গান পাউডার, ২টি জিহাদী বই, ৪০ গ্রাম সোডা, ৪০ গ্রাম চুন, ৭টি লিফলেট ও বোমা তৈরির সরঞ্জাম পাওয়া যায়। র‌্যাব রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুবুল আলম জানায়, সম্প্রতি জেএমবির সাংগঠনিক কর্মকা- চালাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল তানোর উপজেলার বিলশহর এলাকায় অভিযান চালায়। এ সময় সাহেবজান আলীর বাড়ি ঘিরে ফেলে র‌্যাবের সদস্যরা। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাড়ি থেকে বিস্ফোরক দ্রব্য, জিহাদী বই, লিফলেট ও বোমা তৈরির সরঞ্জাম পাওয়া যায়। গ্রেফতারকৃতরা সবাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবির সক্রিয় সদস্য বলে তারা র‌্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। র‌্যাব অধিনায়ক আরও জানান, আটক জেএমবি সদস্যদরা নাশকতার পরিকল্পনা করছিল। তবে কোথায় নাশকতার পরিকল্পনা করেছিল তা জানার চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের তানোর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলাও করা হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন র‌্যাবের অধিনায়ক।
×