ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইরানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত ৬৬ আরোহী নিহত

প্রকাশিত: ০৫:১১, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

  ইরানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত  ৬৬ আরোহী নিহত

জনকন্ঠ ডেস্ক ॥ ইরানের বেসরকারী সংস্থার একটি যাত্রীবাহী বিমান রবিবার সকাল ৮টায় ইস্পাহান প্রদেশের সেমিরন শহরের ডেনা পার্বত্য এলাকায় বিধ্বস্ত হওয়ার পর এতে থাকা ৬৬ আরোহীই নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি বিমান কর্তৃপক্ষের বরাত দিয়ে এই প্রাণহানির খবর নিশ্চিত করেছে। খারাপ আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হতে পারে বলে জানিয়েছেন বিমান সংস্থাটির এক কর্মকর্তা। ভারি বৃষ্টিপাত ও কুয়াশার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। খবর বিবিসির। ইরানের জরুরী ব্যবস্থাপনা সংক্রান্ত মুখপাত্র মোসতবা খালেদিকে উদ্ধৃত করে দেশটির বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, উড্ডয়নের পরপরই ইরানের তৃতীয় বৃহত্তম বেসরকারী বিমান সংস্থা আসিমন এয়ারলাইন্সের এটিআর-৭২ বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরে রাজধানী তেহরান থেকে ৬২০ কিলোমিটার দূরের শহর সেমিরনের কাছাকাছি ডেনা পার্বত্য এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি রাজধানী তেহরান থেকে দক্ষিণাঞ্চলীয় শহর ইয়াসুগে যাচ্ছিল। সেমিরনের স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে প্রেস টিভি জানিয়েছে, ভারি বৃষ্টি ও কুয়াশার কারণে উদ্ধারকারী হেলিকপ্টার দুর্ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। আসিমন এয়ারলাইন্সের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে বিমানটি বিধ্বস্তের ঘটনা ঘটেছে। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের ওই এলাকায় পাঠানো হয়েছে। এদিকে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনী। এক শোকবাণীতে সর্বোচ্চ এই নেতা সমবেদনা জানান এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন। এছাড়া উদ্ধার তৎপরতা ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানের বিষয়ে সঠিকভাবে কাজ করতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
×