ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সুপ্রীমকোর্টের সব অনিয়ম দূর করার উদ্যোগ নেবেন প্রধান বিচারপতি

প্রকাশিত: ০৫:১১, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

 সুপ্রীমকোর্টের সব অনিয়ম দূর করার উদ্যোগ নেবেন প্রধান  বিচারপতি

স্টাফ রিপোর্টার ॥ সুপ্রীমকোর্টের সব অনিয়ম দূর করার উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেছেন, অধীর আগ্রহে অপেক্ষা করছি কবে সুপ্রীমকোর্টের অনিয়ম দূর করতে পারব। রবিবার সুপ্রীমকোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে প্রয়াত রাজনীতিবিদ ও প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার শওকত আলী খানের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শওকত আলী খান এ্যাসোসিয়েট এ স্মরণসভার আয়োজন করে। অনিয়ম দূর করতে সুপ্রীমকোর্ট বারের একটি লিখিত অভিযোগও চেয়েছেন প্রধান বিচারপতি।
×