ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাজধানী ঢাকা থেকে বাংলা টিমের দুই জঙ্গী গ্রেফতার

প্রকাশিত: ০৩:৩৮, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

রাজধানী ঢাকা থেকে বাংলা টিমের দুই জঙ্গী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ রাজধানী ঢাকার মিরপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১ সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো- মোঃ শাহাদাত হোসেন ওরফে সজীব ওরফে নাইম (৩২) ও মোঃ ইশতিয়াকুর রহমান ওরফে অভি ওরফে নাইম (২৮)। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই, লিফলেট, উগ্রবাদী বক্তব্যের সিডি দুইটি কম্পিউটার ও পেনড্রাইভ উদ্ধার করা হয়। তাদের দুইজনের বিরুদ্ধেই নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে। শনিবার রাত নয়টা থেকে রবিবার ভোর পর্যন্ত রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে র্যাব-১১ সদস্যরা তাদেরকে গ্রেফতার করে। রবিবার রাত পৌঁনে ৮টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীর র্যাব-১১ সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ বিল্লাল হোসেনের স্বাক্ষরিত পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানায়, গ্রেফতারকৃত শাহাদাত হোসেন ২০১৪ সালে তার বন্ধু রব্বানীর মাধ্যমে হানাফি থেকে সালাফিতে প্রবেশ করে। রব্বানীর মাধ্যমে জিহাদ সংক্রান্ত বিষয়ে উদ্ধুদ্ধ হয়ে রব্বানীর অপর বন্ধু সাদেক ওরফে সুমন ওরফে আসাদের মাধ্যমে আনসার আল ইসলামে যোগদান করে। প্রাথমিক অবস্থায় সুমন তার মাসুল (সমন¡য়কারী) থাকলেও পরে রেজাউর রহমান শাওনকে সজীবের মাসুল হিসেবে নিয়োগ দেয়। মূলতঃ রেজাউর রহমান শাওনের মাধ্যমেই সে সামরিক শাখার বিভিন্ন কৌশল রপ্ত করে এবং বাংলাদেশে শরিয়াহ আইন কায়েম করার জন্য বিভিন্ন হালাকায় (বিশেষ মিটিং) অংশ নেয়। রেজাউর রহমান শাওনের মাধ্যমে আনসার আল ইসলামের গুরুত্ব্পূর্ণ নেতা মোয়াজ ভাইয়ের সঙ্গে সাক্ষাতের পর সে পূর্ণাঙ্গ মাসুল হিসেবে দায়িত্ব গ্রহণ করে। ২০১৭ সালে আইন শৃংখলা বাহিনীর ব্যাপক তৎপরতার কারণে আনসার আল ইসলামের কয়েকজন সদস্য গ্রেফতার হলে রেজাউর রহমান শাওন পালিয়ে ভারতে যায়। যাওয়ার প্রাক্কালে সজীবকে মাজমুয়া মাসুল হিসেবে কয়েকটি সেলের দায়িত্ব প্রদান করে। তার সাথে বিদেশে হিযরতরত আনসার আল ইসলামের অনেক বাংলাদেশীর সঙ্গে যোগাযোগ গোপন অ্যাপস্ এর মাধ্যমে যোগাযোগ আছে বলে স্বীকার করেছে। র্যাব আরও জানান, ইশতিয়াকুর রহমান ২০১৫ সালে ইতোপূর্বে গ্রেফতারকৃত রেজাউর রহমান ওরফে শাওনের মাধ্যমে আনসারুল্লাহ বাংলা টিমে যোগদান করে। প্রাথমিক অবস্থায় রেজাউর রহমান ওরফে শাওন তার মাসুল হিসেবে কাজ করত। ২০১৭ সালে রেজাউর রহমান ওরফে শাওন ভারতে পালিয়ে যাওয়ার সময় সজীবকে ইশতিয়াকের মাসুল হিসেবে নিয়োগ করে। ইশতিয়াক মূলতঃ আনসার আল ইসলামের মিডিয়া শাখার গুরুত্বপূর্ণ নেতা। ইশতিয়াক দাওয়াতী কাজের পাশাপাশি আনসার আল ইসলামের বিভিন্ন ইংরেজী উগ্রবাদী মতবাদের বই ও লিফলেট বাংলায় অনুবাদ করত। দাওয়াইলাল্লাহ, দারুল ইল্মসহ ইন্টারনেটের বিভিন্ন সাইটে প্রকাশিত আনসার আল ইসলামের উগ্রবাদী মতবাদ, অনুবাদ এবং আনসার আল ইসলামের বাংলাদেশে কার্যক্রমের অনেক লেখা ইশতিয়াকের মাধ্যমে আপলোড করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব জানায়।
×