ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দৌলতপুর সীমান্তে মাদক ও অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ০৩:১৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

দৌলতপুর সীমান্তে  মাদক ও অস্ত্র উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি-চোরাকারবারীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। বিজিবি ঘটনাস্থল থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে। তবে কোন মাদক চোরাকারবারীদের আটক করতে পারেনি। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া সীমান্তে বিজিবি-চোরাকারবারীর মধ্যে গুলি বিনিময়ের এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সীমান্ত এলাকার একদল সশস্ত্র মাদক চোরাকারবারী বিলগাথুয়া সীমান্তের ১৫১/৩ (এস) সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে মাদক পাচার করছিল। মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে ৪৭ বিজিবি ক্যাটালিয়ন অধিনস্থ বিলগাথুয়া বিওপি’র টহল দল চোরাকারবারীদের ধাওয়া দেয়। এসময় সশস্ত্র মাদক চোরাকারবারীরা বিজিবিকে লক্ষ্য করে ১০-১২ রাউন্ড গুলি করে। জবাবে বিজিবি সদস্যরাও মাদক চোরাকারবারীদের লক্ষ্য করে অন্তত ২০ রাউন্ড গুলি ছোড়ে। দুই পক্ষের গুলি বিনিময়ের এক পর্যায়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে গেলে বিজিবি ঘটনাস্থল থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে। তবে গোলাগুলির এ ঘটনায় কোন মাদক পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। অপরদিকে শনিবার বিকেলে চিলমারী ক্যাম্পের বিজিবি সদস্যরা আনজুমানপাড়া চর থেকে একটি পিস্তুল উদ্ধার করেছে। পৃথক ঘটনায় রবিবার বিকেলে দৌলতপুর থানায় বিলগাথুয়া বিওপি’র হাবিলদার আব্দুল হাই বাদী হয়ে ২টি ও চিলমারী ক্যাম্পের বিজিবি ১টি মামলা দায়ের করেছে।
×