ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নির্বাচন কারও জন্য থেমে থাকবে না ॥ খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ০২:৪৯, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

নির্বাচন কারও জন্য থেমে থাকবে না ॥  খাদ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ অন্তিম ঘণ্টা না বাজাতে চাইলে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, আপনাদের বিএনপি খালেদাকে নিয়ে নির্বাচনে আসবে নাকি তাঁকে ছাড়া আসবে সেটা তাদের সিদ্ধান্ত। তবে নির্বাচন কারও জন্য থেমে থাকবে না, নির্বাচন যথা সময়েই হবে। আপনারা যদি বিএনপির মৃত্যু ঘটাতে না চান, তাহলে নির্বাচনে অংশগ্রহণ করুন। আমরা কোনো দলকে বাদ দিয়ে নির্বাচন করতে চাই না। রবিবার জাতীয় প্রেসক্লাবের সেমিনার হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার মামলায় রায়ের অনুলিপি পাওয়ার দেরির জন্য বিএনপিকে দোষারোপ করে খাদ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘোষণার সঙ্গে সঙ্গে সার্টিফাইড কপির জন্য বিএনপির পক্ষ থেকে কোনো দরখাস্ত দেওয়া হয়নি। তারা দরখাস্ত দিয়েছে দু-দিন পরে। অর্থাৎ অহেতুক তারা বিলম্ব করে রবিবারে দরখাস্ত দিয়েছে। তিনি বলেন, একইভাবে বিএনপির আইনজীবীরা ডিভিশন প্রাপ্তির বিষয়ে দরখাস্ত দিয়েছে দুদিন পর। এগুলোর কারণ, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে এবং অহেতুক একটা ধুম্রজাল সৃষ্টির চেষ্টা। তিনি বলেন, রায়ের সার্টিফাইড কপি অবশ্যই তারা পাবেন, আদালতে নির্ধারিত সময়ের মধ্যে। সার্টিফাইড কপি টাইপ হলেই তারপর তারা পাবেন। এখানে সরকারের কোনো বিষয় নেই, এটা আদালতের বিষয়। দন্ডিত বিএনপি চেয়ারপার্সন নির্বাচনে অংশগ্রহণের বিষয়টিও আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করবে জানিয়ে তিনি বলেন, এখানেও সরকারের কিছু বলার নেই। খালেদার মুক্তি দাবিতে রবিবার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার সময় বিএনপি উচ্ছৃঙ্খলতার প্রকাশ ঘটিয়েছে দাবি করে কামরুল ইসলাম বলেন, বিএনপি তাদের শান্তিপূর্ণ কর্মসূচির নমুনা আজ (রবিবার) জেলা প্রশাসকের কার্যালয়ে দেখিয়েছে। তারা যে উচ্ছৃঙ্খল, সে চরিত্রের বহিঃপ্রকাশ তারা ঘটিয়েছে। আর খালেদা জিয়ার রায় নিয়ে বিএনপি বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। আয়োজক সংগঠনের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধুর সাংস্কৃতিক জোট নেতা অরুন সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।
×