ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বৈদেশিক মুদ্রার বাজার আবারও অস্থিতিশীল

প্রকাশিত: ০২:৪০, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

বৈদেশিক মুদ্রার বাজার আবারও অস্থিতিশীল

অর্থনৈতিক রিপোর্টার ॥ বৈদেশিক মুদ্রার বাজার আবারও অস্থিতিশীল হয়ে উঠছে। দেশের ব্যাংকগুলোতে নগদ ডলারের মূল্য ৮৫ টাকা ২৫ পয়সা টাকায় উঠেছে। আমদানি পর্যায়ের ডলারের দর উঠেছে ৮৪.৪৫ টাকায়। ডলারের দাম সঙ্গে পাল্লা দিয়ে বেড়ছে ব্রিটিশ পাউন্ডের দামও। রবিবার পাউন্ডের দর বেড়ে হয়েছে ১১৮ টাকা ৯০ পয়সা। ব্যাংক কর্মকর্তারা বলছেন, টাকা ক্রমাগত দুর্বল হয়ে পড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আমদানিকারকরা। এ কারণে বিদেশি মুদ্রার দর নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে অহেতুক ডলার ধরে রেখে দর বৃদ্ধির অপতৎপরাতা বন্ধের বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। রবিবার বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর বৈদেশিক বাণিজ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে সর্তক করা হয়। বৈঠক উপস্থিত একাধিক ব্যাংক কর্মকর্তা জানান, বেশ কয়েকটি বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
×