ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুকে নিয়ে যত চর্চা হবে দেশপ্রেম তত জাগ্রত হবে ॥ নসরুল হামিদ

প্রকাশিত: ০৬:০৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

বঙ্গবন্ধুকে নিয়ে যত চর্চা হবে দেশপ্রেম তত জাগ্রত হবে ॥ নসরুল হামিদ

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বঙ্গবন্ধুর জীবনাদর্শ শিশুদের কাছে পৌঁছে দেয়ার উদ্যোগ অব্যাহত রাখা হবে। বঙ্গবন্ধুকে নিয়ে যত আলোচনা ও চর্চা হবে মানুষের মাঝে দেশপ্রেম তত জাগ্রত হবে। উন্নত সমৃদ্ধ দেশ গড়তে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যার যার অবস্থান থেকে অবদান রাখতে হবে। প্রতিমন্ত্রী, শনিবার ঢাকায় বাংলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে চিত্রিত গ্রাফিক নভেল ‘মুজিব-৪’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন, এই গ্রাফিক নভেলগুলো শিশুদের হাতে পৌঁছে দেয়ার দায়িত্ব আমাদের। শিশুদের উপযুক্ত করে গড়তে পারলে আগামী প্রজন্ম সৃজনশীল হয়ে গড়ে উঠবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সহজ থেকে সহজতর হবে। গ্রাফিক নভেলটি মূলত ১২ পর্বে তৈরির পরিকল্পনা করা হয়। ‘মুজিব-১’ প্রকাশিত হয় ২০১৫ সালের ১৭মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে। এর পর সিরিজের আরও দুটি বই মুজিব-২ ও ৩ প্রকাশিত হয়। এর ধারাবাহিকতায় আসছে ‘মুজিব-৪’। ‘মুজিব-৪’ এর শুরুতে দেখা যায় অল ইন্ডিয়া মুসলিম লীগ কনফারেন্স শেষে তরুণ শেখ মুজিব তাঁর সঙ্গীদের সঙ্গে দিল্লীর বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করবে। টিকেট ছাড়া উত্তেজনাময় এক রেল ভ্রমণের বর্ণনা আছে এতে। এরপর ১৯৪৪ সালে ছাত্রলীগের সম্মেলনে ব্যক্তি স্বার্থের ধার না ধেরে দলের স্বার্থে সিদ্ধান্ত নিতে দেখা যায় শেখ মুজিবকে। এর আগে প্রথম পর্বে খেলাধুলা, পড়াশোনা, ডাক্তারের কাছ থেকে পালানো, প্রথমবারের মতো কারাবরণের মতো বিভিন্ন কৌতূহলোদ্দীপক কাজের পাশাপাশি দেশের প্রতি তরুণ বয়স থেকেই তার অঙ্গীকার, নিজের বিশ্বাসের পক্ষে দৃঢ় অবস্থান নিতে দেখা যায় কিশোর শেখ মুজিবুরকে। দ্বিতীয় পর্বে তার রাজনীতির হাতেখড়ির পাশাপাশি তার প্রেরণা-হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠার বিষয়টি জানা যায়। একই সঙ্গে পিতা ও পুত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবল খেলার প্রতিযোগিতার ঘটনাও জানা যায়। এর পর মুজিব-৩ এ আমরা তাকে স্কুল ও কলেজের শিক্ষাজীবনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকা-, দুর্ভিক্ষের সময় মানবিক ভূমিকা পালন করতে দেখি। এ সময় অন্যান্যের মাঝে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সিআরআই-এর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক বক্তব্য রাখেন। উল্লেখ্য, এই গ্রন্থটির প্রকাশক রাদওয়ান মুজিব সিদ্দিক এবং বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
×