ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ শ্রীলঙ্কা শেষ টি২০ আজ

প্রকাশিত: ০৫:৫৬, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

বাংলাদেশ শ্রীলঙ্কা শেষ টি২০ আজ

মিথুন আশরাফ ॥ বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টি২০ সিরিজের দ্বিতীয় ও শেষ টি২০ আজ অনুষ্ঠিত হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৫টায় ম্যাচটি শুরু হবে। দুই দলের মধ্যকার প্রথম টি২০ ম্যাচে হারে বাংলাদেশ। ৬ উইকেটে হারে। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে। আজ যদি দ্বিতীয় টি২০তেও হারে বাংলাদেশ, তাহলে শ্রীলঙ্কা টি২০ সিরিজও জিতে নেবে। আর যদি ম্যাচটিতে জেতা যায় তাহলে ১-১ সমতা হবে। তখন শেষটা ভাল হবে। যেমনটা শুরুতে হয়েছিল। মাঝপথেই শুধু বাংলাদেশের খারাপ সময় গেছে। সব যেন হারিয়েছেও। বছরের প্রথম সিরিজেই একের পর এক হোঁচট খাচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কাই সেই হোঁচট দিচ্ছে। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে উড়ন্ত সূচনা করেছিল বাংলাদেশ। কিন্তু সেই ধারাবাহিকতা শেষ পর্যন্ত টিকে থাকেনি। শ্রীলঙ্কান কোচ চন্দিকা হাতুরাসিংহে একটি কথা বলেন, বিমান কিভাবে উড়ল সেটি মুখ্য নয়। আসল বিষয় হলো বিমান কতটা ভালভাবে রানওয়ে ছুঁল।’ বাংলাদেশ সেই রানওয়েই ভাল মত ছুঁতে পারেনি। উড়েছে ঠিকমতোই। কিন্তু নামার সময়ই যত গোলমাল বেধেছে। ত্রিদেশীয় সিরিজের শেষ দুটি ম্যাচে যে শ্রীলঙ্কার কাছে হেরেছে, ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে। সেখানেই যেন পিছিয়ে পড়েছে বাংলাদেশ। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ড্র করা গেলেও দ্বিতীয় টেস্টে কুপোকাত হয়েছে। সিরিজ হেরেছে। এরপর প্রথম টি২০তেও হার হয়েছে। এই হার এখন সিরিজ হারের মুখে ফেলে দিয়েছে বাংলাদেশকে। বাংলাদেশ কী পারবে সিরিজ হার এড়াতে? বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল সুস্থ হয়ে গেছেন। আজ খেলতেও পারেন। তামিমকে নিয়ে নেমে বাংলাদেশ দল ভাল করার আশায় আছে। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদই জানিয়েছেন সেই আশার কথা। তবে মাহমুদুল্লাহর কথায় আবার স্পষ্ট হাতুরাসিংহেই দুই দলের মধ্যে পার্থক্য। কিভাবে? হাতুরাসিংহে তো আর মাঠে খেলেন না। কিন্তু বাংলাদেশ ক্রিকেটারদের সম্পর্কে তার প্রচুর ধারণা আছে। শক্তি-দুর্বলতা সম্পর্কে তিনি ভাল করেই জানেন। তিনি যে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বছরের প্রথম সিরিজের আগে বাংলাদেশেরই কোচ ছিলেন। আর এখানেই পার্থক্য হচ্ছে। মাহমুদুল্লাহ তাই বোঝাতে চেয়েছেন। বলেছেন, ‘হাতুরাসিংহে আমাদের সঙ্গে অনেকদিন ছিলেন। উনি সব জানেন, সেই হিসেবে তিনি পরিকল্পনা করেছেন। সেখানে সফল হয়েছেন, কথাটা মিথ্যা নয়। তবে আমরা ?যদি আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারতাম তাহলে এই প্রশ্নটা উঠতো না।’ সেই পরিকল্পনা বাস্তবায়নই হচ্ছে না। কারণ চাপে যে বাংলাদেশ ক্রিকেটাররা মুছড়ে যান। সেই চাপ দিতে পারলেই হলো। সেটি ভাল করেই জানেন হাতুরাসিংহে। তা নিয়ে স্পষ্ট বলেছেনও, ‘সত্যি কথা বলতে, তাদের (বাংলাদেশের) কয়েকজন খেলোয়াড়কে নিয়ে আমাদের কিছু কৌশলগত পরিকল্পনা ছিল। আমরা জানতাম চাপের মুখে তারা কিভাবে খেলতে পারে।’ হাতুরাসিংহে কৌশল জানেন। তিনি বাংলাদেশ ক্রিকেটারদের বিপক্ষে কৌশল করেছেন। তার পরিকল্পনাগুলো কাজেও লেগেছে। কিন্তু বাংলাদেশ ক্রিকেটাররা নিজেদের করা পরিকল্পনা কাজে লাগাতে পারেননি। আর তাতে করে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শিরোপা হাতছাড়া হয়েছে। টেস্ট সিরিজও হার হয়েছে। এখন আজ দ্বিতীয় ম্যাচটিতে বাংলাদেশ হারলে টি২০ সিরিজ হারও হবে।
×