ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভোটের অধিকার ফিরিয়ে দিন ॥ পীর ফায়জুল করীম

প্রকাশিত: ০২:১৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

ভোটের অধিকার ফিরিয়ে দিন ॥ পীর ফায়জুল করীম

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর চরমোনাইর পীর আলহাজ মুফতি সৈয়দ ফায়জুল করীম আগামী সংসদ নির্বাচনকে জিহাদ উল্লেখ করে তার দলের সকল অনুসারিদের জানমাল কোরবান দিয়ে প্রতি নির্দেশ দিলেন। এজন্য নির্বাচনের একটি মাস ঘর-সংসার, স্ত্রী-সন্তানকে বলে কয়ে নির্বাচনী সংগ্রামে শামিল হওয়ার নির্দেশনা দেন। ওই নির্বাচনে তাঁর দল ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর জন্য কাজ করাকে ইসলাম কায়েমের কাজ বলে উল্লেখ করেছেন। তিনি আরও বলেছেন, চোর-ডাকাত, লুটেরাদের আর কেউ ভোট দিবেন না। শনিবার শেষ বিকালে কলাপাড়া পৌরসভা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখা আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে চরমোনাইর পীর ফায়জুল করিম আরও বলেন, আদালতের নির্দেশে দুর্নীতির দায়ে বিএনপি প্রধান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আজ জেলে যেতে হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ দুর্নীতির দায়ে জেল খেটেছেন। আর বর্তমান সরকারের মন্ত্রী এমপিরা নিজেরাই একে অপরকে দুর্নীতিবাজ বলছেন। ঘুষ সহনীয় পর্যায়ে খাওয়ার পরামর্শ দিচ্ছেন, এসব বলে বেড়াচ্ছেন। আওয়ামী লীগকে উল্লেখ করে চরমোনাইর পীর হুশিয়ারি দেন, যতই উন্নয়ন করেন ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। আওয়ামী লীগের জন্ম হয়েছিল ভোটের অধিকার রক্ষার জন্য। তা রক্ষা করতে না পারলে কোন কিছুই রক্ষা হবে না। তার দল নেতার নয় নীতির পরিবর্তন চায়। এজন্য ইসলামী আন্দোলন আজীবন সংগ্রাম করে যাবে। এসময় অনুসারীরা গগনবিদারী স্লোগান তোলেন। মুফতি মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজনৈতিক উপদেষ্টা ও ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাওলানা আশরাফ আলী আকন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কলাপাড়ার সদস্য মাওলানা হেদায়েত উল্লাহ জেহাদী, পটুয়াখালীর সিনিয়র সহ-সভাপতি মোঃ মহিবুর রহমান, জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আরআইএম ওয়াহিদুজ্জামান, স্থানীয় নেতা মাওলানা আসাদুজ্জামান ইউসুফ, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিজানুর রহমান, মনিরুল ইসলাম, ছাত্র আন্দোলনের কলাপাড়া সভাপতি হাফেজ মোঃ কাওসার মাহমুদ, শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ মহিবুল্লাহ প্রমুখ।
×