ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরীবাগে ‘চলো পাল্টাই’ গ্রুপের মিলনমেলা

প্রকাশিত: ০১:১০, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

পরীবাগে ‘চলো পাল্টাই’ গ্রুপের মিলনমেলা

অনলাইন ডেস্ক ॥ ভার্চুয়াল জগতকে বাস্তবে আত্মার সম্পর্কের মিলন ঘটিয়ে ‘চলো পাল্টাই’ সাহিত্য গ্রুপ করেছে ভিন্ন আয়োজনে ভিন্ন কর্ম। মাত্র এক বছরের মাথায় এই গ্রুপটি থেকে প্রকাশ হয়েছে তিনটি যৌথ কাব্যগ্রন্থ। ২০১৭ সালের অমর একুশে বই মেলায় প্রথম প্রকাশিত "ঝরা ফুল" কাব্যগ্রন্থ দিয়ে পথ চলা শুরু হয় এই গ্রুপটির। চলতি ২০১৮ সালের অমর একুশে বই মেলায় প্রকাশিত হয় দুটি যৌথ কাব্যগ্রন্থ। বই দুটির নাম ১.পরিচয় ২. আলোর হাসি। শুক্রবার ঢাকার পরীবাগস্থ দর্শন ক্লাবের মুক্ত আঙ্গিনায় হয়ে গেলো বই দুটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান ও গ্রুপের ৪র্থ মিলন মেলা। গ্রুপ হতে প্রকাশিত কাব্যগ্রন্থে প্রকাশিত কবিদের কবিতা একটি কাব্যগ্রন্থে প্রকাশ করার আনন্দে নবীন/প্রবীন কবিরা সকলে মিলে বই করার জন্য অনুদান সহযোগীতা করলে উক্ত অনুদানে বই প্রকাশ করেও বেঁচে যায় কিছু অর্থ, যা সকলের অনুদান। গ্রুপের কমিটির মহতি চিন্তায় উক্ত অনুদানের বেঁচে যাওয়া অর্থ দিয়ে ঢাকার শাহবাগে ফুটপাতে থাকা অসহায় শিশুদের পড়ালেখার খরচ বাবদ নগদ অর্থ ও খাতা কলম বিতরণ করা হয়। ভার্চুয়াল জগতে বিচরণ করা কবি/সাহিত্যিকদের আন্তরিক ভালোবাসায় 'চলো পাল্টাই' সাহিত্য গ্রুপটি মাত্র এক বছরে প্রায় এক লক্ষ টাকার অনুদান বিভিন্ন সময়ে এই অসহায়দের মাঝে বিতরন করে আসছে। উক্ত অনুষ্ঠানে চলো পাল্টাই গ্রুপের উদ্যোক্তা এ আর আলম একক কাব্যগ্রন্থ 'আকাশি' ও গ্রুপের প্রধান উপদেষ্টা ফজলে রাব্বি নবাব এর একক কাব্যগ্রন্থ 'শিমুল ফুল' নামক বই দুটিরও মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলী থানা রিপোটার্স ক্লাবের সভাপতি জাকির হোসেন, আর টিভির স্টাফ রিপোর্টার সোহেল রানা প্রমুখ।
×