ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত করতে হলে জাপাকে ক্ষমতায় বসাতে হবে ॥ এরশাদ

প্রকাশিত: ০০:৪৪, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

দেশে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত করতে হলে জাপাকে ক্ষমতায় বসাতে হবে ॥ এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনেই গণতন্ত্রের মুলতন্ত্র। আর নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন সম্ভব নয়। জাতীয় পার্টি নির্বাচনের জন্য প্রস্তুত বলে উল্লেখ করে দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, গণতন্ত্রের স্বার্থে আমরা নির্বাচন থেকে কখনই সড়ে দাঁড়াতে চাই না। শনিবার জাপার বনানী কার্যালয়ে জাতীয় পার্টি রাজবাড়ী জেলা সভাপতি এবং রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান বাচ্চুর নেতৃত্বে আইনজীবি ফেডারেশনের নেতৃবৃন্দ এরশাদকে ফুলের শুভেচ্ছা জানাতে এলে তিনি এসব কথা বলেন। আগামী নির্বাচনে জাপার প্রস্তুতি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, ইতিমধ্যে আমরা নির্বাচনী প্রচারে মাঠে নেমেছি। মানুষ ব্যাপক সাড়া দিচ্ছেন। সবাই চান আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় আসুক। কারণ জাতীয পার্টি ক্ষমতায় আসলে মানুষের আর দুঃখ কষ্ট থাকবে না। সবাই শান্তিতে বসবাস করতে পারবেন। তাই আমার শেষ ইচ্ছে ক্ষমতায় আসা। এরশাদ বলেন, নেতারা দল পরিচালনা করলেও জনগণই নির্ধারণ করেন কারা ক্ষমতায় আসবে। তাই আমাদের জনগণের দ্বারে দ্বারে যেতে হবে। জাতীয় পার্টির শাসনামলে যে উন্নয়ন হয়েছে তা বিএনপি-আওয়ামী লীগ মিলেও করতে পারেনি। আমাদেরকে শুধু ভোটারদেরকে তা স্মরণ করিয়ে দিতে হবে। বুঝাতে হবে দেশে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত করতে হলে জাতীয় পার্টিকেই পুনরায় ক্ষমতায় বসাতে হবে। তিনি বলেন, আমরা নির্বাচন পর্যন্ত মাঠে থাকব। নির্বাচন থেকে পিছ পা হব না। কোন দল নির্বাচনে না আসলেও আমরা মাঠে আছি, থাকব। কারণ জাতীয় পার্টি নির্বাচন ও গণতন্ত্রে বিশ্বাস করে। কোন পরিস্থিতিতে গণতন্ত্র হুমকির মুখে পড়–ক আমরা তা চাই না। এসময় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি ছাড়াও দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম, মীর আবদুস সবুর আসুদ, মেজর অব. খালেদ আখতার, উপদেষ্টা মন্ডলীর সদস্য সৈয়দ দিদার বখত, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, ভাইস-চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, যুগ্ম দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান, আইনজীবী ফেডারেশনের অ্যাডভোকেট ড. শামসুর রহমান, অ্যাডভোকেট জহিরুল হক জহির, অ্যাডভোকেট আব্দুর রশিদ, অ্যাডভোকেট ফয়েজুর রহমান শাহিনসহ জাতীয় আইনজীবি ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বরিশাল জেলা শ্রমিক পার্টির কমিটি ঘোষণা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি একেএম আসরাফুজ্জামান খান সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মো. শান্তর সুপারিশক্রমে শনিবার আব্দুল মান্নান মিয়াকে সভাপতি, মো. জলিলুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মনিরুজ্জামান কামালকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট বরিশাল জেলা শ্রমিক পার্টির অনুমোদন দিয়েছেন। দিন বদলের মার্কা লাঙ্গল-বাবলা জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, লাঙ্গল মার্কা হলো উন্নয়ন প্রগতি ও সমৃদ্ধির মার্কা। এই মার্কা গণমানুষের ভাগ্যোর পরিবর্তন মার্কা, দিনবদলের মার্কা। আগামী জাতীয় নির্বাচনে লাঙ্গল মাকার্য় ভোট দিয়ে জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় নেয়ার মধ্য দিয়ে দেশের মানুষ আবারো ফিরে পাবে সুখ শান্তি, সমৃদ্ধি ও সুশাসন। শনিবার শ্যামপুর থানার ৫৪ নং ওয়ার্ড জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ডের আহবায়ক মো: জিন্নাহ হোসেন এর সভাপতিত্বে অনুষ্টিত সম্মেলনে বক্তব্য রাখেন শ্যামপুর থানা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন, জাতীয় পার্টির সভাপতি কাওসার আহমেদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, কদমতলি থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ মাসুক রহমান, সাংবাদিক সুজন দে, সাবেক ছাত্রলীগ নেতা মনির হোসেন স্বপান, জাপা নেতা মো: আসাদ মিয়া, মো: দুলাল, কামাল হোসেন, জাহিদ হোসেন সহ স্থানীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দ। সম্মেলনে শেষে মো: জিন্নাহ হোসেন কে সভাপতি, আসাদ মিয়া কে সাধারণ সম্পাদক ও মো: দুলাল কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ৫৪ নং ওয়ার্ড জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়।
×