ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে মাদক এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

প্রকাশিত: ০০:৪৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

ঈশ্বরদীতে মাদক এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ শনিবার দুপুরে ঈশ্বরদী পৌর এলাকায় শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন ভুমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি। অনুষ্ঠানে ডা. এস.এম. জাকির হোসেন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল, ঈশ্বরদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আ. বাতেন, শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. আরিফুল শরীফ রাজা, উপাধ্যক্ষ ডা ফরিদুল ইসলাম সোহাগ, শিক্ষক প্রতিনিধি ডা. মতিউর রহমান ও ডা. সোহাগ বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি ঈশ্বরদীতে চাঁদাবাজী, দুর্নীতি, সন্ত্রাস ও মাদক এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দেন। মাদক সেবীরা বেশিদিন বাঁচে না। তিনি মা বাবা, আত্মীয়স্বজন, সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের নিজ নিজ এলাকায় ছেলেমেয়েদের মাদক এর কুফল সম্পর্কে অবহিত করার ব্যবস্থা করে তাদেরকে মাদক থেকে দুরে রাখার পরামর্শ দেন। তিনি প্রত্যেকের ছেলেমেয়েদের নিয়মিত স্কুলে দেওয়া, শরীর চর্চা ও খেলাধুলায় উৎসাহিত করার আহবান জানান।
×