ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বলি সেলেবদের ভ্যানিটি ভ্যানে থাকে জিম, হোম থিয়েটার ও কিচেন

প্রকাশিত: ০০:১৭, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

বলি সেলেবদের ভ্যানিটি ভ্যানে থাকে জিম, হোম থিয়েটার ও কিচেন

অনলাইন ডেস্ক ॥ গ্ল্যামারের দুনিয়াতে তাঁদের ওঠা-বসা। তাঁদের সব কিছুতেই স্টাইলের ছোঁয়া। বলিউড সেলিব্রিটিদের গাড়ি-বাংলো-ফ্যাশনে যেমন চমক, তেমনই চমক রয়েছে তাঁদের ভ্যানিটি ভ্যানেও। শুটিং সেটে যে চাকা লাগানো ‘ঘর’-এ তাঁরা সাজগোজ করেন, বিশ্রাম নেন। শোনা যায়, সেগুলি পাঁচতারা হোটেলের ঘরের চেয়ে কম কিছু নয়। গ্যালারির পাতায় তারকাদের বিলাসবহুল ভ্যানিটি ভ্যানে ঢুঁ মেরে দেখুন। বলিউড বাদশার ভ্যানিটি ভ্যানটিও দেখার মতো। আইসল্যান্ডে ‘দিলওয়ালে’র শুটিং চলাকালীন এই ভ্যানটি কিনেছিলেন শাহরুখ খান। দাম প্রায় ৪ কোটি টাকা। প্রায় দু’মাস ধরে শাহরুখের মনপসন্দ ইন্টেরিয়রে এই ভ্যানের ডিজাইন করেন দিলীপ ছাবারিয়া।হোম থিয়েটার, গেমিং স্টেশন, জিম, মেক-আপ রুম ও টয়লেট কিউবিকল রয়েছে। বলিউডের অন্যতম গ্ল্যামারাস নায়িকার ভ্যানিটি ভ্যান যে দেখার মতোই হবে সে আর বলার অপেক্ষা রাখে না। ঐশ্বর্যা রাই বচ্চনের রয়েছে একটি ক্লাসিক ভ্যানিটি ভ্যান। সাদা ও খয়েরি রঙের মিশেলে সাজানো গোটা ভ্যান। ভিতরে অভিষেক ও আরাধ্যাকে নিয়ে তাঁর একটি বিরাট পোর্ট্রেট রয়েছে। বিশ্রাম ঘর, রান্নাঘর ও বাথরুম তো আছেই। সালমানের ভ্যানিটি ভ্যানের ডিজাইন করেছেন দিলীপ ছাবারিয়া। ১৪ মিটার লম্বা এই ভলভো নাইন বি আর ভ্যানিটি ভ্যানে চারটি ঘর রয়েছে। বিছানা, কাউচ, বড় টিভি এবং গেমিং স্টেশন রয়েছে। এটিরও ইন্টেরিয়র কাঠের তৈরি। রয়েছে মিনি জিমও। দীপিকা পাড়ুকোনের এই ভ্যানিটি ভ্যানের ডিজাইনার বেঙ্গালুরুর বিনীতা চৈতন্য। একেবারে সাউন্ড প্রুফ এই কালো ভ্যানটি ৪১ ফুট লম্বা ও ৮ ফুট চওড়া। ৭.৭ ফুট উঁচু। প্যান্ট্রি, বাথরুম, বসার ঘর, স্টাফরুম রয়েছে ভ্যানে। সাজসজ্জা একেবারেই নায়িকার পছন্দ মতো। অজয় দেবগণের ভ্যানিটি ভ্যানটি দেখলে এটি উড়তে পারে বলে মনে হতে পারে! এর বহিরঙ্গের সাজ সত্যিই ছোট বিমানের মতো। এই ভ্যানে একটি অসাধারণ সুন্দর মিনি জিম রয়েছে। অত্যাধুনিক সরঞ্জাম দিয়ে সাজানো হয়েছে অজয়ের জিম। ড্রয়িং রুম, অফিস, রান্নাঘর এবং বাথরুমও রয়েছে এই ভ্যানিটি ভ্যানে। হৃতিক রোশনের ভ্যানিটি ভ্যান দোতলা ।এই ভ্যানটি ১২ মিটার লম্বা। বেডরুম, বাথরুম, টিভি দেখার ঘরের সঙ্গে আলাদা করে একটি মিটিং রুমও রয়েছে। পুরো ইন্টেরিয়র কাঠ দিয়ে ডিজাইন করা। সঙ্গে নীল আলোর রোশনাই রয়েছে ভ্যানে। এটি আলিয়া ভট্টের ভ্যানিটি ভ্যান। এই ভ্যানের সাজসজ্জায় বোহেমিয়ান ছোঁয়া রয়েছে। দেওয়ালে নানা ছবি, ল্যাম্প দিয়ে সাজানো হয়েছে ভ্যান। পুরোটাই আলিয়ার পছন্দমতো, গোলাপি রঙ দিয়ে। অমৃতা মহাল নামে এক বিখ্যাত ডিজাইনার আলিয়ার ভ্যানটি ডিজাইন করেছেন। আলিয়া এই ভ্যানিটি ভ্যানকে নিজের দ্বিতীয় বাড়ি বলে থাকেন। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×